পাকিস্তানে সেনা অভিযানে ৫৮ জন বিচ্ছিন্নতাবাদী নিহত
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
পাকিস্তানে সেনা অভিযানে ৫৮ জন নিহত হয়েছে। শনিবার দেশটির বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে চালানো অভিযানে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ডন অনলাইন।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, শনিবার বেলুচিস্তানে ১২টি স্থানে সমন্বিত হামলা ব্যর্থ করার পর বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ অব্যাহত ছিল। এসময় নিরাপত্তা বাহিনী কমপক্ষে ৫৮ জন সন্ত্রাসীকে হত্যা করেছে।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, সন্ত্রাসীদের সাথে সংঘর্ষের সময় নিরাপত্তা বাহিনী এবং পুলিশের ১০ জন সদস্য শহীদ হয়েছেন।
সূত্র বলেছে, “ফিতনা-আল-হিন্দুস্তান বেলুচিস্তানজুড়ে ১২টি স্থানে হামলা চালিয়েছে। সময়োপযোগী এবং কার্যকর পদক্ষেপের কারণে সমস্ত হামলা ব্যর্থ করা হয়েছে।”
দেশে সন্ত্রাসবাদ এবং অস্থিতিশীলতায় ভারতের কথিত ভূমিকা তুলে ধরার জন্য পাকিস্তান বেলুচিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ফিতনা-আল-হিন্দুস্তান হিসাবে আখ্যায়িত করে।
রেডিও পাকিস্তান নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বলেছে, “বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের সাথে নিরাপত্তা বাহিনীর ধাওয়া এবং সংঘর্ষ এখনো চলছে। এই অভিযানের ফলে আরো সন্ত্রাসী হতাহত এবং ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।”
এক্স-এ একটি পোস্টে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানিয়েছেন, গত দুই দিনে নিরাপত্তা বাহিনী প্রদেশের বিভিন্ন স্থানে ৭০ জন সন্ত্রাসীকে হত্যা করেছে।
ঢাকা/শাহেদ