বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত–পাকিস্তান ম্যাচ আদৌ হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার ঘটনায় আইসিসির সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারত ম্যাচ বয়কটের পথেও হাঁটতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সূত্রের বরাতে জানা গেছে, আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোয় নির্ধারিত পাকিস্তান–ভারত ম্যাচে না খেলার বিকল্পটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে পিসিবি। এটি তাদের সম্ভাব্য প্রতিবাদের একটি কৌশল হতে পারে। নিয়ম অনুযায়ী, নির্ধারিত ম্যাচে না খেললে পাকিস্তানের পয়েন্ট কাটা যাবে মাত্র দুই পয়েন্ট। তবে একই সঙ্গে এই সিদ্ধান্ত বোর্ডের জন্য বড় অঙ্কের আর্থিক ক্ষতির কারণ হতে পারে বলেও স্বীকার করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানালে আইসিসি তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। বিসিবি চেয়েছিল, সহ-আয়োজক দেশ হওয়ায় তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে। কিন্তু আইসিসি সেই আবেদন নাকচ করে জানায়- ভারতে বাংলাদেশের জন্য কোনো “বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি” নেই।
আইসিসির দাবি, তারা বিসিবির উত্থাপিত সব উদ্বেগ খতিয়ে দেখেছে। অভ্যন্তরীণ ও বহিরাগত বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন করা হয়েছে এবং কেন্দ্র ও রাজ্য পর্যায়ের বিস্তৃত নিরাপত্তা পরিকল্পনাও শেয়ার করা হয়েছে। এরপরই বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে পিসিবির মতে, এই সিদ্ধান্ত আইসিসির দ্বৈত নীতিরই প্রতিফলন। বোর্ড স্পষ্ট জানিয়েছে এই ইস্যুতে তারা বাংলাদেশের পাশে রয়েছে এবং বিশ্বকাপে অংশগ্রহণের প্রশ্নে সরকারের নির্দেশনাই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
রোববার পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করে বোর্ডের নীতিগত অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের প্রতি সমর্থন এসেছে ক্রিকেটের মৌলিক নীতিবোধ থেকে এবং খেলায় রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়ে সতর্ক করেন।
এদিকে উচ্চপর্যায়ের সূত্র বলছে, ভারত ম্যাচ বয়কটের পাশাপাশি পুরো টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পিসিবি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি আসতে পারে আজ ইসলামাবাদে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির বৈঠকের পর। সেই বৈঠকের দিকেই এখন তাকিয়ে ক্রিকেট বিশ্ব। বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচের ভবিষ্যৎ জানতে।
ঢাকা/আমিনুল