ঢাকা     সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যতবারই হোঁচট খেয়েছ, ততবারই ঘুরে দাঁড়িয়েছ: অপু বিশ্বাস

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৩, ২৬ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৫:৫২, ২৬ জানুয়ারি ২০২৬
যতবারই হোঁচট খেয়েছ, ততবারই ঘুরে দাঁড়িয়েছ: অপু বিশ্বাস

অপু বিশ্বাস

‘ঢালিউড কুইন’ অপু বিশ্বাস চলচ্চিত্রের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন সাজে তোলা কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন। 

গ্ল্যামারাস লুকে ধরা দেওয়া ছবিগুলো প্রকাশের পরপরই নেটিজেনদের প্রশংসায় ভরে ওঠে পোস্টটির কমেন্ট বক্স। মন্তব্যের ঘরে দেখা যায় মুগ্ধতার প্রকাশ। একজন লিখেছেন, “আমি তো দেখে ফিদা, এককথায় অসাধারণ।” 

আরো পড়ুন:

শুধু ছবিই নয়, ভক্তদের দৃষ্টি কেড়েছে অপু বিশ্বাসের দেওয়া ক্যাপশনও। যেখানে তিনি লিখেছেন, “নিজেকে নিয়ে গর্বিত হও, কারণ যতবারই তুমি হোঁচট খেয়েছ, ততবারই ঘুরে দাঁড়িয়েছ।” 

কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। সামনে তাকে কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ সিনেমায় সজলের বিপরীতে এবং বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ সিনেমায় আদর আজাদের বিপরীতে দেখা যাবে। 

২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে অপু বিশ্বাসকে। এ সিনেমায় তার সহশিল্পী ছিলেন চিত্রনায়ক নিরব।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়