ঢাকা     রোববার   ২৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাদ্দামের স্ত্রী-সন্তানকে পাশাপাশি দাফন 

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ২৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১১:৩৮, ২৫ জানুয়ারি ২০২৬
সাদ্দামের স্ত্রী-সন্তানকে পাশাপাশি দাফন 

জানাজা শেষে কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) ও তার শিশুসন্তান নাজিমকে পাশাপাশি দাফন করা হয়।

বাগেরহাটে জানাজা শেষে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তানকে।

তবে শেষ বিদায়ের সময় স্ত্রী ও সন্তানকে কাছে থেকে দেখার সুযোগ পাননি তিনি। যশোর কেন্দ্রীয় কারাগারের ফটক থেকেই স্ত্রী-সন্তানের মরদেহ দেখতে হয়েছে সাবেক ছাত্রলীগ নেতাকে।

শনিবার (২৪ জানুয়ারি) রাত ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে জানাজা শেষে কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) ও তার শিশুসন্তান নাজিমকে পাশাপাশি দাফন করা হয়।

এর আগে সন্ধ্যায় মরদেহ বহনকারী একটি অ্যাম্বুলেন্স যশোর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে পৌঁছায়। পরিবারের পক্ষ থেকে সাদ্দামের প্যারোলে মুক্তির আবেদন করা হলেও তা মঞ্জুর হয়নি। তবে মানবিক বিবেচনায় কারা কর্তৃপক্ষ ছয়জন নিকট আত্মীয়সহ মরদেহ কারাগারের ভেতরে নেওয়ার অনুমতি দেয়। সেসময় দূর থেকে প্রায় পাঁচ মিনিট স্ত্রী-সন্তানকে শেষবারের মতো দেখেন কারাবন্দি জুয়েল হাসান সাদ্দাম।

স্বজনরা জানান, সন্ধ্যা ৭টার দিকে মরদেহ নিয়ে কারাগারে পৌঁছানো হয়। দুটি মাইক্রোবাসে করে ১২ থেকে ১৫ জন আত্মীয়স্বজন সেখানে উপস্থিত হন। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অ্যাম্বুলেন্স কারাগারের ভেতরে প্রবেশ করে এবং অল্প সময় পর বের হয়ে আসে।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, “এর আগের দিন শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে নিজ বাসা থেকে কানিজ সুবর্ণা স্বর্ণালীর মরদেহ উদ্ধার করা হয়। একই ঘর থেকে তার শিশুসন্তানের মরদেহও পাওয়া যায়।”

সাদ্দামের চাচাতো ভাই সাগর ফরাজী জানান, সন্ধ্যা ৭টার দিকে মরদেহ নিয়ে কারাগারে পৌঁছানো হয়। দুটি মাইক্রোবাসে করে ১২ থেকে ১৫ জন আত্মীয়স্বজন সেখানে উপস্থিত ছিলেন। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অ্যাম্বুলেন্স কারাগারের ভেতরে প্রবেশ করে এবং অল্প সময় পর বের হয়ে আসে।

বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, “যেহেতু সাদ্দাম যশোর কারাগারে রয়েছেন, প্যারোলে মুক্তির বিষয়টি যশোর জেলা প্রশাসনের এখতিয়ার। এ বিষয়ে আমাদের করার কিছু নেই।”

উল্লেখ্য, জুয়েল হাসান সাদ্দাম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি ছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গোপালগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।

ঢাকা/বাদশা/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়