ঢাকা     রোববার   ২৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড, আরো এক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ২৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৩:৪১, ২৫ জানুয়ারি ২০২৬
জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড, আরো এক আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার আলীরাজ হাসান প্রকাশ।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা ডিএডি মো. মোতালেব হোসেন ভূঁইয়াকে হত্যাকাণ্ডে দায়ের হওয়া মামলার আসামি আলীরাজ হাসান প্রকাশকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

কক্সবাজার সদর থানাধীন সুগন্ধা পয়েন্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শনিবার (২৪ জানুয়ারি) মধ্যরাতে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব-৭। এখন পর্যন্ত এ মামলায় সবমিলিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

আরো পড়ুন:

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গত ১৯ জানুয়ারি বিকেলে র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে আনুমানিক ৪০০ থেকে ৫০০ জন দুষ্কৃতকারী র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায়।

তিনি জানান, হামলায় র‍্যাবের চার সদস্য গুরুতর জখম হন। পরে থানা পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডিএডি মো. মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজন  চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, ঘটনার পর র‌্যাব-৭ থেকে সীতাকুণ্ড থানায় ২৯ জনকে এজাহারনামীয় এবং ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়। মামলার নম্বর ২৪। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, মামলার অন্যতম পলাতক আসামি আলীরাজ হাসান প্রকাশ কক্সবাজার সদর এলাকায় অবস্থান করছেন। গতকাল শনিবার মধ্যরাত ২টা ১০ মিনিটে কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে সাগরকে গ্রেপ্তার করে র‌্যাব-৭ ও ১৫। গ্রেপ্তারকৃতের বাড়ি সীতাকুণ্ড উপজেলার ১০ নম্বর জঙ্গল সলিমপুর এলাকায়।

ঢাকা/রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়