ঢাকা     রোববার   ২৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পলোগ্রাউন্ডের সমাবেশস্থলে পৌঁছেছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ২৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৩:২১, ২৫ জানুয়ারি ২০২৬
পলোগ্রাউন্ডের সমাবেশস্থলে পৌঁছেছেন তারেক রহমান

চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে জনসভার মঞ্চে তারেক রহমান।

বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ডের নির্বাচনী মহাসমাবেশে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। 

রবিবার (২৫ জানুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে হাজার হাজার নেতা-কর্মীর উচ্ছ্বাস ও স্বাগত স্লোগানের মধ্যে দিয়ে পলোগ্রাউন্ডের বিশাল মঞ্চে পৌঁছান এবং হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তারেক রহমান। 

আরো পড়ুন:

এর আগে তারেক রহমানের আগমনকে ঘিরে পুরো চট্টগ্রামজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ভোর থেকেই চট্টগ্রাম নগরী ও জেলার ১৬টি উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী পলোগ্রাউন্ড ময়দানে জড়ো হতে থাকেন। বেলা ১২টার মধ্যে পুরো পলোগ্রাউন্ড ময়দান লাখো নেতা-কর্মীর ও সমর্থকের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায়। 

তারেক রহমান মঞ্চে ওঠার আগে থেকেই চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

ঢাকা/রেজাউল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়