ঢাকা     রোববার   ২৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে বিএনপির মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ২৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৪:০১, ২৫ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে বিএনপির মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

জনসভার মঞ্চে প্রার্থীদের পরিচয় করিয়ে দিচ্ছেন তারেক রহমান।

চট্টগ্রামের নির্বাচনী সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়েছেন। সেসময় তিনি ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান এবং ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে সজাগ থাকার নির্দেশনা দেন।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ডে নির্বাচনি জনসভায় তিনি প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

আরো পড়ুন:

সমাবেশে তারেক রহমান বলেন, “সকল মা-বোনসহ ভাইদের প্রতি আমার অনুরোধ, ১২ তারিখে যাতে কেউ কোনোভাবেই আপনাদের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে, সে বিষয়ে সদা সতর্ক দৃষ্টি রাখবেন, ইনশাআল্লাহ। সতর্ক থাকবেন।”

তিনি আরো বলেন, “এই মঞ্চের ডান এবং বাম পাশে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে, এরা হচ্ছে ধানের শীষের প্রতিনিধি। ইনশাআল্লাহ ১২ তারিখে এদেরকে জয়যুক্ত করবেন, যাতে আপনার জীবনকে আপনি নিরাপদ করতে পারেন, আপনার এলাকার উন্নয়নকে আপনি নিশ্চিত করতে পারেন।”

তারেক রহমান জানান, নির্বাচনের দিন ভোটারদের সক্রিয় উপস্থিতি ও সচেতন ভূমিকা গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ। তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।

ঢাকা/রেজাউল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়