নির্বাচনে ভয়ভীতি, রক্তচক্ষুকে বরদাশত করা হবে না: খেলাফত মজলিস
রবিবার বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে ‘পোলিং এজেন্টের দায়িত্ব ও অধিকার’ শীর্ষক এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়
বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ বলেন, ভোটকেন্দ্রে কোনো ধরনের ভয়ভীতি, হুমকি, চাপ কিংবা রক্তচক্ষুকে কোনোভাবেই বরদাশত করা হবে না। জনগণের ভোটাধিকার রক্ষায় পোলিং এজেন্টদের আইনগত ও নৈতিকভাবে দৃঢ়, সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
রবিবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে ‘পোলিং এজেন্টের দায়িত্ব ও অধিকার’ শীর্ষক এক ওরিয়েন্টেশন সভায় তিনি এসব কথা বলেন।
পোলিং এজেন্টদের উদ্দেশে তিনি বলেন, “আপনারাই ভোটকেন্দ্রে জনগণের ভোটাধিকার রক্ষার অগ্রভাগে অবস্থান করবেন। কোনো ধরনের অন্যায়, অনিয়ম কিংবা জালিয়াতির চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে এবং সাংগঠনিক শৃঙ্খলার মধ্যে থেকে আইনসম্মতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ভয় নয়, দায়িত্ববোধ ও সচেতনতাই হবে পোলিং এজেন্টদের প্রধান শক্তি।”
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য-সচিব ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান এবং খেলাফত ছাত্র মজলিসের সভাপতি পরিষদের সদস্য আশরাফুল ইসলাম সাদ প্রমুখ।
সভায় আলোচকগণ বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশিক্ষিত, সাহসী ও দায়িত্বশীল পোলিং এজেন্টের কোনো বিকল্প নেই। ভোটাধিকার হরণ এবং নির্বাচন ব্যবস্থার যেকোনো অনিয়মের বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিস সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করবে এবং পোলিং এজেন্টদের পাশে দৃঢ়ভাবে থাকবে।”
ওরিয়েন্টেশন সভায় রিকশা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের বাছাইকৃত প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। তাঁরা নিজ নিজ সংশ্লিষ্ট আসনে গিয়ে উক্ত আসনের পোলিং এজেন্টদের জন্য অনুরূপ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা