ঢাকা     রোববার   ২৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জিএম কাদের

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ২৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:১২, ২৫ জানুয়ারি ২০২৬
আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘‘আওয়ামী লীগকে ভোটের মাঠের বাইরে রেখে নির্বাচন কখনো গ্রহণযোগ্য হবে না। যেমনটা অতীতে বিএনপি-জামায়াতকে রেখে করা হয়েছিল। এখনো যদি তেমনই হয়, তাহলে পরিবর্তন হলো কোথায়।’’

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর ‘স্কাই ভিউ’য়ে নিজ বাসভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

জিএম কাদের অভিযোগ করেন, ‘‘সরকার একটি বিশেষ দলকে নির্বাচনে সুযোগ-সুবিধা দিতে কাজ করছে। যে কারণে এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। জাতীয় পার্টির প্রার্থী ও সমর্থদের ভোটের মাঠে এখনো নানাভাবে হুমকি প্রদর্শন করা হচ্ছে।’’

গণভোটের বিষয়ে তিনি বলেন, ‘‘সরকারের তরফ থেকে সংবিধানের বাইরে গিয়ে ‎হ্যাঁ ভোট দেওয়ার জন্য জনগণকে চাপ সৃষ্টি করছে। হ্যাঁ ভোট পাস করলে, সংসদ ও সার্বভৌম স্বাধীন থাকবে না। বর্তমান সরকার জনগণের হ্যাঁ ভোটের ম্যান্ডেট নিয়ে সংস্কারের নামে ক্ষমতা কুক্ষিগত করে রাখবে। তাদের সাজানো বিষয়গুলোকে পাস করাতে সংসদকে নির্দেশ দিবে। তাই দেশকে বাঁচাতে না এর পক্ষে মত দিয়েছে জাতীয় পার্টি।’’

এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, দলের নির্বাহী সদস্য ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ঢাকা/আমিরুল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়