ঢাকা     রোববার   ২৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচনের লড়াইয়ে জড়িয়ে পড়ে দুই প্রার্থীর ছেলে-মেয়ে!

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৫, ২৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৮:১৭, ২৫ জানুয়ারি ২০২৬
নির্বাচনের লড়াইয়ে জড়িয়ে পড়ে দুই প্রার্থীর ছেলে-মেয়ে!

‘জনম জনমে’ নাটকের দৃশ্য

গল্পটা দুই উপজেলা চেয়ারম্যানকে ঘিরে। একজন বর্তমান, অন্যজন সাবেক। দু’জনের মূল লড়াই আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া নিয়ে। সেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার আঁচ ছড়িয়ে পড়ে পরের প্রজন্মেও। নির্বাচনের মাঠে সরাসরি মুখোমুখী অবস্থানে দাঁড়ায় দুই নেতার সন্তান—একজনের ছেলে, অন্যজনের মেয়ে। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘জনম জনমে’।  

এই দুই তরুণ চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নাজনীন নীহা। তাদের নিয়েই নির্মিত হয়েছে পলিটিক্যাল থ্রিলার ঘরানার নাটক ‘জনম জনমে’। নাটকটির গল্প লিখেছেন রায়হান মাহামুদ। সিএমভির ব্যানারে এটি নির্মাণ করেছেন মো. তৌফিকুল ইসলাম। 

আরো পড়ুন:

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শতাব্দী ওয়াদুদ, মিলি বাশার, পলিনসহ একঝাঁক পরিচিত মুখ। 

গল্পের খুঁটিনাটি নিয়ে আপাতত খুব বেশি কিছু বলতে চান না নির্মাতা তৌফিকুল ইসলাম। তিনি বলেন, “যেহেতু এটি পলিটিক্যাল রোমান্টিক থ্রিলার, তাই গল্প নিয়ে আগেভাগে বেশি কিছু বলা ঠিক হবে না। তবে এটুকু বলতে পারি, নাটকটি দেখলে অনেকেই চমকে যাবেন। কারণ এটাই রাজনীতি। আর আমার শিল্পীরা প্রত্যেকে নিজেদের চরিত্রে দারুণ অভিনয় করেছেন।” 

নাটকটির কাহিনি শুরু হয় বর্তমান উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন ও সাবেক চেয়ারম্যান মোতালেব মিয়াকে ঘিরে। পাশাপাশি বাস করলেও তাদের সম্পর্ক অম্ল-মধুর। দু’জনেই আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে মরিয়া। আলতাফ হোসেনের মেয়ে নিদ্রা পড়াশোনা শেষ করে বাবার সঙ্গে রাজনীতিতে সক্রিয়। অন্যদিকে মোতালেব মিয়ার ছেলে পুলকও বাবার পক্ষে মাঠে নামে। নিদ্রা ও পুলকের সম্পর্ক শুরু থেকেই দা-কুমড়ার। দু’জনই নিজ নিজ গ্যাং নিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে। 

এই দ্বন্দ্বে অতিষ্ঠ হয়ে এলাকার মানুষ সমাধানের আশায় দ্বারস্থ হয় ফজলুর রহমানের কাছে। যিনি একজন অরাজনৈতিক, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি এবং উপজেলার অভিভাবকসূলভ চরিত্র। তার কথা ও সিদ্ধান্তকে সমীহ করেন আলতাফ হোসেন ও মোতালেব মিয়াও। মূলত, এখান থেকেই মোড় নেয় ‘জনম জনমে’ নাটকের মূল কাহিনি। 

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসন্ন জাতীয় নির্বাচনের আগেই সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘জনম জনমে’। তিনি বলেন, “এই গল্পের সঙ্গে জাতীয় নির্বাচনের সরাসরি কোনো সম্পর্ক নেই। এটি মূলত একটি গ্রামীণ প্রেমের গল্প। যেহেতু গল্পের প্রেক্ষাপটে নির্বাচনের আবহ রয়েছে, তাই এই সময়টাকেই মুক্তির জন্য উপযুক্ত মনে হয়েছে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।”

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়