ঢাকা     রোববার   ২৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১০, ২৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৮:৩৯, ২৫ জানুয়ারি ২০২৬
এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী

রাজধানীর এজিবি কলোনিতে নির্বাচনি গণসংযোগ করছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: রাইজিংবিডি

ঢাকা-৮ আসনে দশ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। 

রবিবার (২৫ জানুয়ারি) রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি বাজারে নির্বাচনি প্রচারণাকালে তিনি এ অভিযোগ করেন। 

আরো পড়ুন:

এ সময় তিনি বিএনপির সমর্থকদেরও দশ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থীদের ভোট দেওয়ার পাশাপাশি সংস্কার প্রশ্নে গণভোটে ‘হ্যাঁ’তে সিল দেওয়ার আহ্বান জানান। 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘‘নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। একটি দলের বড় বড় অনিয়ম প্রশাসনের চোখে পড়ে না। তবে ছোটখাটো বিষয় নিয়েও অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’

ঢাকা/রায়হান//

সর্বশেষ

পাঠকপ্রিয়