ঢাকা     রোববার   ২৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভরা মঞ্চে কেন ‘মিডল ফিঙ্গার’ দেখালেন অভিনেত্রী?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৮, ২৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ২০:১৪, ২৫ জানুয়ারি ২০২৬
ভরা মঞ্চে কেন ‘মিডল ফিঙ্গার’ দেখালেন অভিনেত্রী?

মৌনি রায়

ঝলমলে মঞ্চে বাহারি আলোর খেলা। ব্যাকগ্রাউন্ডে বাজছে গান। গানের সঙ্গে নাচছেন বলিউড অভিনেত্রী মৌনি রায়সহ একদল নৃত্যশিল্পী। হঠাৎ নাচ থামিয়ে দর্শকদের উদ্দেশ্য করে ‘মিডল ফিঙ্গার’ বা ‘মধ্যমা আঙুল’ প্রদর্শন করেন মৌনি। তারপরই মঞ্চ থেকে নামার জন্য হাঁটতে শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়; যা এখন অন্তর্জালে ভাইরাল। 

মৌনির এই আচরণ নিয়ে জোর চর্চা চলছে নেট দুনিয়ায়। কারণ ‘মিডল ফিঙ্গার’ বা ‘মধ্যমা আঙুল’ প্রদর্শন অশ্লীল ইঙ্গিত দিতে ব্যবহার করা হয়। পশ্চিমা দেশে এটি বহুল ব্যবহৃত। ফলে বিষয়টি নিয়ে আলোচনা থামছেই না। তবে কেন এমনটা করলেন তার ব্যাখ্যা দিয়েছেন এই অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া পোস্টে ঘটনার বিস্তারিত জানিয়েছেন মৌনি।

আরো পড়ুন:

কোনোরকম রাখঢাক না করে মৌনি রায় বলেন, “গত রাতে (২৩ জানুয়ারি) কর্ণালে একটি ইভেন্ট ছিল। অতিথিদের আচরণে আমি ভীষণভাবে বিরক্ত—বিশেষ করে দুজন আঙ্কেলের আচরণে, তাদের যা বয়স, তাতে দাদু হওয়া উচিত।” 

মৌনি রায়


অস্বস্তিকর পরিস্থিতির বর্ণনা দিয়ে মৌনি রায় বলেন, “অনুষ্ঠান শুরু হওয়ার পর আমি যখন মঞ্চের দিকে যাচ্ছিলাম, তখন আঙ্কেলরা ও তাদের পরিবারের সদস্যরা (সবাই পুরুষ) ছবি তোলার নাম করে আমার কোমরে হাত দিতে থাকে। আমি সঙ্গে সঙ্গেই আপত্তি জানিয়ে বলি, ‘আমি এটা পছন্দ করি না। স্যার, দয়া করে হাত সরান।” 

মঞ্চে ওঠার পর পরিস্থিতি আরো খারাপ হয়। তা জানিয়ে মৌনি রায় বলেন, “মঞ্চে ওঠার পর আরো ভয়ংকর পরিস্থিতি হয়। দু’জন আঙ্কেল একেবারে সামনে দাঁড়িয়ে অশ্লীল মন্তব্য করছিল, অশালীন হাতের ইশারা দিচ্ছিল, নাম ধরে কটূক্তি করছিল। পরিস্থিতি বুঝে প্রথমে ভদ্রভাবে ইশারা করে বলেছিলাম, ‘এটা করবেন না।’ কিন্তু তখন তারা আমার দিকে গোলাপ ছুঁড়তে শুরু করে।” 

মৌনি রায়


পারফরম্যান্সের মাঝ পর্যায়ে মঞ্চ ছেড়ে নেমে আসার চেষ্টা করেন মৌনি। তার ভাষায়—“পারফরম্যান্সের মাঝখানে আমি মঞ্চের এক্সিটের দিকে হাঁটতে শুরু করি। কিন্তু সঙ্গে সঙ্গে ফিরে এসে পারফরম্যান্স শেষ করি। তারপরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। আয়োজক বা অন্য কেউ সামনে থেকে ওই লোকগুলোকে সরানোর চেষ্টা করেনি।” 

পুরো পরিস্থিতি মৌনিকে অনিরাপদ বোধ করায়। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “আর এটা বলা জরুরি যে, মঞ্চটা অনেক উঁচু ছিল। আর ওই আঙ্কেলরা নিচু অ্যাঙ্গেল থেকে আমার ভিডিও করছিল। এক পর্যায়ে কেউ যখন তাদের থামাতে যায়, তখন তারা তাকে গালিগালাজ করে।” 

এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে মৌনি। বিচার দাবি করে তিনি বলেন, “আমি অপমানিত বোধ করছি, মানসিকভাবে বিপর্যস্ত। এই অসহনীয় আচরণের জন্য কর্তৃপক্ষের কাছে পদক্ষেপ নেওয়ার দাবি জানাই।” 

মৌনি রায়


প্রশ্ন ছুড়ে দিয়ে মৌনি রায় বলেন, “আমরা শিল্পীরা সৎভাবে জীবিকা নির্বাহ করার চেষ্টা করি। ভাবছি, এই মানুষগুলো যদি তাদের বন্ধু, তাদের মেয়ে, বোন বা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে এমনটা করতে দেখত, তাহলে কী করত? আপনাদের লজ্জা হওয়া উচিত!” 

মৌনির ব্যাখ্যা প্রকাশ্যে আসার পর বলিউডের অনেকে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন। অভিনেত্রী ভূমি পেডনেকার বলেছেন—“তুমি ঠিক করেছো মৌনি।” অভিনেতা আয়ুষমান খুরানার স্ত্রী পরিচালক তাহিরা কাশ্যপও তাকে সমর্থন জানিয়েছেন।  

হিন্দি টিভি সিরিয়াল ও চলচ্চিত্র অভিনেত্রী মৌনি রায়। ‘কিউকি সাঁস ভি কাভি বহু থি’, ‘নাগিন’ টিভি সিরিয়ালে অভিনয় করে খ্যাতি কুড়ান এই অভিনেত্রী। টিভি ধারাবাহিকে খ্যাতি কুড়ানোর পর অক্ষয় কুমার অভিনীত ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মৌনি রায়।

মৌনি রায়


‘কেজিএফ-চ্যাপটার ওয়ান’ সিনেমার ‘গলি গল’ গানে নেচে বেশ জনপ্রিয়তা লাভ করেন মৌনি। এরপর ‘রোমিও আকবর ওয়াল্টার’, ‘মেড ইন চায়না’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘ব্ল্যাকআউট’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন তিনি। মৌনি রায়কে সর্বশেষ দেখা যায় ‘সালাকার’ সিরিজে। থ্রিলার ঘরানার সিরিজটি পরিচালনা করেন ফারুক কবির। গত বছরের ৮ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম জিওহটস্টারে মুক্তি পায় এটি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়