আনসার-ভিডিপি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বুধবার (২৮ জানুয়ারি) এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে ইসি।
শনিবার (২৪ জানুয়ারি) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে আইন-শৃঙ্খলা এবং নির্বাচনসংক্রান্ত বিষয়ে তাদের প্রশিক্ষণ অপরিহার্য।
মাঠপর্যায়ে কার্যকর প্রশিক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনি ব্যবস্থাপনা ও নির্বাচন প্রক্রিয়া বিষয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই প্রশিক্ষণ দেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
প্রশিক্ষণটি দিনব্যাপী ২৮ জানুয়ারি রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে সকাল ৯টা থেকে শুরু হবে। এতে প্রতি বিভাগ থেকে একজন করে উপমহাপরিচালক/পরিচালক (রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত সব) এবং সব জেলা কমান্ড্যান্টকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে যথাসময়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণে অংশগ্রহণ নিশ্চিত করতে সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাতে বলা হয়েছে। বিষয়টি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন ব্যবস্থাপনা শাখাকে।
ঢাকা/এসবি