ঢাকা     শনিবার   ২৪ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লক্ষ্মীপুরে সেফটিক ট্যাংকি থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার 

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৭, ২৪ জানুয়ারি ২০২৬  
লক্ষ্মীপুরে সেফটিক ট্যাংকি থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার 

ফজলে রাব্বি বাবু

লক্ষ্মীপুরে সদর উপজেলায় নিখোঁজের সাত দিন পর সেফটিক ট্যাংকি থেকে কলেজছাত্র ফজলে রাব্বি বাবুর (২৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দ্রগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে।

নিহত ফজলে রাব্বি বাবু সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

আরো পড়ুন:

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম ও নিহতের চাচা হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম বাবুল জানান, গত ১৭ জানুয়ারি রাত ১০টার দিকে বাবু মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ছেলেকে কোথাও না পেয়ে পর দিন রাতে তার বাবা বেল্লাল হোসেন চন্দ্রগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চন্দ্রপ্রভাগ গ্রামের প্রবাসী কিরনের বাড়ির সেফটিক ট্যাংকি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে সেফটিক ট্যাংকি থেকে বাবুর লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

ওসি মোরশেদ আলম জানান, লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

ঢাকা/লিটন/বকুল  

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়