ঢাকা     শুক্রবার   ২৩ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফ্যাক্ট চেক: সত্যি শাহরুখকে ‘কাকু’ বলেছেন তুর্কি অভিনেত্রী?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪১, ২৩ জানুয়ারি ২০২৬   আপডেট: ০৮:৪৯, ২৩ জানুয়ারি ২০২৬
ফ্যাক্ট চেক: সত্যি শাহরুখকে ‘কাকু’ বলেছেন তুর্কি অভিনেত্রী?

তুর্কি অভিনেত্রী হান্দে এর্চেল। ‘গুনেশিন কিজলারি’, ‘আর্সক লাফতান আনলামাজ’, ‘সেন কাল কাপিমি’ সিরিজে অভিনয় করে বাংলাদেশের দর্শকের কাছেও পরিচিতি পেয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি বলিউড সুপারস্টার শাহরুখ খানকে কেন্দ্র করে বিতর্কে মুখে পড়েছেন হান্দে। বলা হচ্ছে—শাহরুখ খানকে ‘কাকু’ বলে মন্তব্য করেছেন তিনি। সত্যি কী শাহরুখ খান ‘কাকু’ বলেছেন হান্দে এর্চেল?

গত কয়েক দিন ধরে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় টানা বিতর্ক চলছে। হান্দে এর্চেলকে নিয়ে ট্রল করছেন নেটিজেনরা। রাইজিংবিডি ডটকম বিষয়টির সত্যতা জানার চেষ্টা করেছে—

আরো পড়ুন:

 

কিছুদিন আগে সৌদি আরবের রিয়াদে বসেছিল ‘জয় অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদানের জাকজমকপূর্ণ আসর। এ অনুষ্ঠান সঞ্চালনা করেন বলিউড বাদশা শাহরুখ খান। এ অনুষ্ঠানের একটি ভিডিওকে কেন্দ্র করে এই জটিলতার সূচনা।   

এ ভিডিওতে দেখা যায়, পুরস্কার প্রদান অনুষ্ঠানের দর্শকসারিতে বসে মঞ্চের দিকে ফোন তাক করে ভিডিও ধারণ করছেন হান্দে এর্চেল। ঠিক তখন শাহরুখ খান মিশরীয় অভিনেত্রী আমিনা খলিলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। আমিনা খলিল অভিনেত্রী হান্দে এর্চেলের ঘনিষ্ঠ বন্ধু। 

 

এ ভিডিও দেখে নেটিজেনরা ধরে নেন, শাহরুখ খানকে ভিডিও করছিলেন হান্দে। বিষয়টিকে মিষ্টি ‘ফ্যানগার্ল মোমেন্ট’ হিসেবেও আখ্যা দেন নেটিজেনরা। ভিডিওটি দ্রুত বিভিন্ন ফ্যান পেজে ছড়িয়ে পড়ে, বিশেষ করে ভারতীয় দর্শকদের মধ্যে। অনেকেই শাহরুখ খানের বৈশ্বিক জনপ্রিয়তাকে স্বীকৃতি দেওয়ার জন্য হান্দের প্রশংসা শুরু করেন। এ পর্যন্ত সবকিছু ঠিক থাকলেও কিছুটা সময় পর তৈরি হয় জটিলতা। কারণ একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে পোস্ট করা স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। 

ভাইরাল স্ক্রিনশটে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে শাহরুখ খান, তার পাশে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী আমিনা খলিল। এ ছবির ‍ওপরে হান্দে এর্চেল লেখেছেন—“এই আঙ্কেল (কাকু/কাকা) কে? আমি আমার বন্ধুর ভিডিও করছিলাম। আমি তার ভক্ত নই। দয়া করে ভুল তথ্য ছড়ানো বন্ধ করুন।” এই স্ক্রিটশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর শাহরুখ খানের বহু ভক্ত ক্ষোভ প্রকাশ করেন। অনলাইনে হান্দেকে নিয়ে ট্রল শুরু হয়। কারণ হান্দে তার সোশ্যাল হ্যান্ডেলে এসব কথা লেখেছেন বলে দাবি করা হয়। তবে খুব দ্রুতই স্ক্রিনশটের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে।

 

ভাইরাল স্ক্রিনশটের বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়। হান্দে এর্চেলের চোখেও এটি পড়ে। এ পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানিয়েছেন হান্দে এর্চেল। ভাইরাল স্ক্রিনশটটি নিজের মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) পোস্ট করে এই অভিনেত্রী লেখেন—“এটি মিথ্যা।” হান্দের প্রতিক্রিয়ার পর শাহরুখের অনেক ভক্ত তার কাছে ক্ষমা চেয়েছেন এবং তার পাশে দাঁড়িয়েছেন। অনেকে ভুয়া খবরের বিরুদ্ধে মুখ খোলার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে মন্তব্য করেছেন। প্রিয়াঙ্কা নামে একজন লেখেন, “গোবর মোদি ভক্তরা খুবই বিব্রতকর। তারা সবসময় শাহরুখ খানের বিরুদ্ধে ঘৃণা ছড়ায়।” এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে।

১৯৯৩ সালের ২৪ নভেম্বর তুর্কির বান্দিরমা শহরে জন্মগ্রহণ করেন হান্দে এর্চেল। পড়াশোনা করেছেন ফাইন আর্টস নিয়ে। ২০১২ সালে আজারবাইজানে অনুষ্ঠিত একটি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম রানার-আপ নির্বাচিত হন; যা তাকে মডেল-অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার গড়ার পথ সুগম করে দেয়।

 

২০১৪ সালে তুর্কি টিভি সিরিজ ‘দ্য রেন’-এ পার্শ্ব চরিত্র রূপায়নের মধ্য দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। এরপর আরো কয়েকটি সিরিজে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। ২০১৫ সালে তুর্কি টিভি সিরিজ ‘গুনেশিন কিজলারি’-এ অভিনয় করে নজর কাড়েন। তারপর ‘আর্সক লাফতান আনলামাজ’, ‘সেন কাল কাপিমি’ সিরিজে অভিনয় করে তার খ্যাতি বেড়ে যায়। টিভি সিরিজের পাশাপাশি দুটো তুর্কি সিনেমায়ও অভিনয় করেছেন হান্দে। 

 

২০২৪ সালে ‘এফআইসিসিআই ফ্রেমস’-এ অংশ নিতে ভারতে এসেছিলেন হান্দে এর্চেল। সেই সময়ে বার্তা সংস্থা পিটিআইকে সাক্ষাৎকার দেন এই অভিনেত্রী। এ আলাপচারিতায় হান্দে জানান, বলিউডে কাজ করতে আগ্রহী তিনি। হৃতিক রোশান, আমির খান, সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়