ঢাকা     শুক্রবার   ২৩ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরকারের সিদ্ধান্তই জেনেছেন ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ২৩ জানুয়ারি ২০২৬  
সরকারের সিদ্ধান্তই জেনেছেন ক্রিকেটাররা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

শেখ মাহেদীর কাছে পুরো বিষয়টি ছিল ‘রহস‌্যময়।’ যুব ও ক্রীড়া উপদেষ্টা বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়া ক্রিকেটারদের ডেকেছেন। নিজের মুঠোফোনে স্রেফ এতোটুকু মেসেজ পেয়েছিলেন। স্থান, সময় দেয়া আছে তাতে।

তাইতো গতকাল বিপিএলের অনুশীলন তড়িঘরি করে শেষ করেই ছুট দিতে হয়েছিল তাকে। তবে যাওয়ার আগে জানিয়ে যান, তার কাছে আলোচনায় বসাটা ছিল ‘রহস‌্যময়’, ‘‘প্রতিটি ক্রিকেটার যারা বিশ্বকাপ দলে আছে, তাদেরকে মনে হয় সবাইকে পার্সোনালি টেক্সট করা হয়েছে মিটিংয়ের জন্য। ওখানে গেলে বোঝা যাবে আসলে রহস্যটা কী।’’

আরো পড়ুন:

ওই রহস‌্যা আর উদঘাটন করা হয়নি মাহেদী কিংবা বৈঠকে যাওয়া বাকিদের কারো। কেননা, যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল কেবল ক্রিকেটারদের সরকারের সিদ্ধান্তটা জানিয়ে দেন মাত্র। কী সিদ্ধান্ত সেটা পুরোনো, বাসি খবর! ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। কেন যাবে না? উত্তর, নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট না। নিরাপদবোধ করছে না সরকার। এতোটুকুই।

আইসিসিকে ভেন্যু পরিবর্তনের চিঠি দিয়েছিল বিসিবি। এর মাঝে ১৮ দিন কেটে গেলেও বিসিবি কিংবা ক্রীড়া উপদেষ্টা বিশ্বকাপগামী ক্রিকেটারদের সঙ্গে একবারও আলোচনায় বসেনি। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দুদিন আগে বেশ অসহায়ত্বের সুরেই বলেছিলেন, ‘‘বিশ্বকাপে যাবে কি না তা নিয়ে বোর্ড কিংবা কারো সঙ্গে কোনো আলোচনা হয়নি।’’

চূড়ান্ত সিদ্ধান্ত যখন সরকার থেকে চলেই এসেছিল তাই আলোচনায় বসার কারণ অনেকেই কাছেই রহস‌্যময়ই ছিল। তবুও ক্রিকেটাররা ভেতরে ভেতরে ভেবেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টার সামনে নিজেদের অবস্থান তুলে ধরার সুযোগ পাবেন কিংবা নিজেদের মত জানাতে পারবেন। কিন্তু তেমন কিছু হয়নি বলেই জানিয়েছেন জাতীয় দলের নির্ভরযোগ‌্য সূত্র।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন। আসিফ নজরুল জানিয়ে দেন সরকারের সিদ্ধান্ত। তার থেকে মিলেছে সান্তনাও। সেখান থেকে বেরিয়ে ক্রীড়া উপদেষ্টা নিজেদের অবস্থান গণমাধ‌্যমে জানিয়ে দেন স্পষ্টভাবে।

যার সারাংশ, ভারতে এখন সফর করার মতো কোনো পরিস্থিতি নেই। আইসিসি বাংলাদেশের সঙ্গে সুবিচার করেনি। নিরাপত্তা ইসু‌্যতে তার এই কথাটাই প্রাসঙ্গিক, ‘‘ভারত আমাদেরকে, মোস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে নাই, তো আমাদের ক্রিকেটারদের, আমাদের সাংবাদিকদের, আমাদের দর্শকদের সবাইকে নিরাপত্তা দিতে পারবে? এটা আমরা কিসের থেকে কনভিন্সড হব?’’

সরকারের অবস্থান নিয়েও আসিফ নজরুল পরিস্কার ধারণা দিয়েছেন, ‘‘আপনাদেরকে আমি স্পষ্টভাবে জানিয়ে দেই, এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা—এটা আমাদের সরকারের সিদ্ধান্ত।’’

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়