ঢাকা     বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাইজিংবিডি লেখক বৃত্তান্ত:

ক্রীড়া প্রতিবেদক

তিন সেঞ্চুরি, রান উৎসবেও ঘরের মাঠে সিরিজ হার শ্রীলঙ্কার

তিন সেঞ্চুরি, রান উৎসবেও ঘরের মাঠে সিরিজ হার শ্রীলঙ্কার

২০২১ সালের পর ঘরের মাঠে কোনো ওয়ানডে সিরিজ হারেনি শ্রীলঙ্কা। কল্পনাতীত রেকর্ড। সেই রেকর্ড আরো বড় হতে পারত। কিন্তু ইংল‌্যান্ড থামিয়ে দিল। মঙ্গলবার কলম্বোতে রান উৎসবের ম‌্যাচে শ্রীলঙ্কাকে ৫৩ রানে হারিয়েছে ইংল‌্যান্ড। তাতে ২-১ ব‌্যবধানে জিতে নিয়েছে ওয়ানডে সিরিজ। ইংল্যান্ড আগে ব‌্যাটিং করতে নেমে জো রুট ও হ‌্যারি ব্রুকের সেঞ্চুরিতে ৩ উইকেটে ৩৫৭ রান করে। রুট ১০৮ বলে ৯ চার ও ১ ছক্কায় ১১১ রান করেন। ব্রুক চার-ছক্কা বৃষ্টি নামান ২২ গজে। মাত্র ৬৬ বলে ১৩৬ রান করেন ১১ চার ও ৯ ছক্কায়। তাতে রানের পাহাড় গড়ে ইংলিশরা।

১২:৩৪ এএম, ২৮ জানুয়ারি ২০২৬ বুধবার