ঢাকা     রোববার   ২৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভুয়া ডিবিকে ধরেছে আসল ডিবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৭, ২৪ জানুয়ারি ২০২৬  
ভুয়া ডিবিকে ধরেছে আসল ডিবি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গোয়েন্দা পুলিশ (ডিবি) সেজে ডাকাতির চেষ্টাকালে ছয় জনকে আটক করেছে আসল ডিবি।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে পদ্মা সেতু উত্তর টোল প্লাজার সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় চারটি ডিবির পোশাক, এক জোড়া হ্যান্ডকাফ, একটি ওয়াকিটকি সেট ও ইলেকট্রিক শক দেওয়ার মেশিন, একটি লেজার লাইট ও তাদের ব্যবহৃত হাইস গাড়ি জব্দ করা হয়।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ওই ৬ জনকে আদালতে নিয়ে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

তারা হলেন- চাকরিচ্যুত পুলিশ সদস্য মো. কাজল ইসলাম জিকু ও মো. রুবেল রানা,  চাকরিচ্যুত সেনা সদস্য মো. মোস্তাফিজুর রহমান রাজু এবং মো. বশির হাওলাদার, মো. হীরা বেপারী ও মো. ফয়সাল রাব্বি।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানিয়েছেন, শুক্রবার দুপুর আনুমানিক ১টার দিকে পদ্মা সেতুর উত্তর টোল প্লাজার সামনে সন্দেহজনকভাবে অবস্থানকালে তাদেরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ডিবি পুলিশের পরিচয়ে যাত্রী ও যানবাহন থামিয়ে ডাকাতির পরিকল্পনা করছিল।

পুলিশ সুপার আরো জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের সঙ্গে আরো কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হলেও পুলিশের তৎপরতায় বড় ধরনের অপরাধের হাত থেকে রক্ষা পাওয়া গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঢাকা/রতন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়