আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিপাতে ৬১ জনের মৃত্যু
গত তিন দিনে আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিপাতের কারণে ৬১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াাড় বেশ কয়েকটি প্রদেশে সড়ক ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দেশটির দুর্যোগ কর্মকর্তারা শনিবার এ তথ্য জানিয়েছেন।
আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রকাশিত একটি মানচিত্র অনুসারে, বুধবার থেকে শুক্রবারের মধ্যে মূলত মধ্য ও উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে এই মৃত্যু ঘটেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স- এ কর্তৃপক্ষ বলেছে, “প্রাথমিকভাবে হতাহত ও ধ্বংসের পরিসংখ্যানে ১১০ জন আহত এবং ৪৫৮টি বাড়ি আংশিক বা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।”
একজন মুখপাত্র জানিয়েছেন, মোট ৩৬০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জনগণকে তুষারময় রাস্তায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে অনুরোধ করেছেন।
মুখপাত্র এএফপিকে আরো জানান, বেশিরভাগ হতাহতের ঘটনা ছাদ ধস এবং তুষারধসের কারণে ঘটেছে। আবার অনেকে শূন্যের নিচে তাপমাত্রার কারণেও মারা গেছে।
দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের জরুরি বিভাগ জানিয়েছে, বুধবার প্রবল বাতাস এবং ভারী বৃষ্টিতে তাদের বাড়ির ছাদ ধসে ছয় শিশু নিহত হয়েছে। অন্যান্য জেলায়ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঢাকা/শাহেদ