ঢাকা     শনিবার   ২৪ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিরাপত্তা ও উন্নয়নের দাবি মৌলভীবাজারের নারী ভোটারদের 

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৩, ২৪ জানুয়ারি ২০২৬   আপডেট: ২২:০২, ২৪ জানুয়ারি ২০২৬
নিরাপত্তা ও উন্নয়নের দাবি মৌলভীবাজারের নারী ভোটারদের 

নতুন বাংলাদেশ গড়ে তুলতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই বলে মনে করেন মৌলভীবাজারের নারীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন সংসদ সদস্য পদপ্রার্থীরা। তারা ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটাররাও নানা দাবি তুলে ধরছেন প্রার্থীদের কাছে। আগামী সরকার ও জনপ্রতিনিধিদের কাছে নিরাপত্তা, উন্নয়ন ও সুষ্ঠু পরিবেশের দাবি জানিয়েছেন চা শিল্প ও পর্যটন এলাকা মৌলভীবাজারের নারী ভোটাররা।

নতুন বাংলাদেশ গড়ে তুলতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই বলে মনে করেন মৌলভীবাজারের নারীরা। তারা এমন প্রার্থীকে ভোট দিতে চান, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা ও চিকিৎসাসেবার ক্ষেত্রে গুরুত্ব দেবেন। সুষ্ঠু নির্বাচন হলে ভোটের মাধ্যমে তারা তাদের পছন্দের দল ও প্রার্থীকে বেছে নিতে পারবেন বলে মনে করেন। 

আরো পড়ুন:

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মৌলভীবাজারের নারী ভোটারদের ভাবনা সম্পর্কে জানতে রাইজিংবিডি ডটকমের এ প্রতিবেদক বিভিন্ন এলাকায় গিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন। ভোটাররা অভিযোগ করেছেন, আগের নির্বাচনগুলোতে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীরা নানা গালভরা প্রতিশ্রুতি দিলেও তার বাস্তবায়ন দেখতে পাননি। বিশেষ করে, চা শিল্পের সঙ্গে জড়িত নারী শ্রমিকরা তাদের ক্ষোভের কথা জানিয়েছেন এ প্রতিবেদকের কাছে। 

চা শ্রমিকদের পাশাপাশি মৌলভীবাজারে মনিপুরী, খাসিয়াসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। এই নারী শ্রমিকদের আয়ে চলে তাদের সংসার। কিন্তু, তারা নানাভাবে বঞ্চিত। তাদের ছেলেমেয়েরা অন্যদের মতো প্রতিযোগিতা করে এগিয়ে যেতে পারেন না অসচ্ছলতার কারণে। নতুন সরকার এলে এ জেলার কর্মজীবী থেকে গৃহিণী— সব শ্রেণির নারীদের উন্নয়ন বলে আশা তাদের। 

ভাড়াউড়া চা বাগানে গেলে কথা হয় শ্রমিক প্রীমা হাজরার সঙ্গে। তিনি বলেন, “আমরা পিছিয়ে পড়া চা শ্রমিক। আমাদের অধিকারের কথা বলেই যাচ্ছি। ভোট আসলে প্রার্থীরা আমাদের খুব সমাদর করেন। পরে আর তাদের দেখা মেলে না।” 

তার পাশে থাকা আরেক চা শ্রমিক সুনতী হাজরা বলেন, “আমরা নিরাপত্তা চাই। শিক্ষা ও চিকিৎসার নিশ্চয়তা যিনি দেবেন, তাকে ভোট দেব।”

মৌলভীবাজার জেলায় ১৫ লক্ষাধিক ভোটারের মধ্যে অর্ধেক নারী। তারা কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং ন্যায্য মজুরি চান। এ জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিও আছে তাদের।

মৌলভীবাজার শহরের তরুণ ভোটার জাফরিন জাহান বলেন, “আমাদের মৌলভীবাজারে নেই মেডিকেল কলেজ, নেই কোনো বিশ্ববিদ্যালয়। পড়ালেখার জন‍্য দূরে গিয়ে কষ্ট করতে হয়। যারা সরকারে আসবেন, তারা যেন আমাদের এসব দাবি পূরণ করেন, এ প্রত‍্যাশা আমাদের।”

পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত নারীরা মনে করেন, সংঘাতমুক্ত নির্বাচন ও কর্মীবান্ধব পরিবেশ হলে এই খ্যাতে তারা আরো এগিয়ে যেতে পারবেন। 

রিসোর্ট কর্মী কাকলী চন্দ্র বলেন, “যারা ক্ষমতায় আসবেন, তারা যদি এ পর্যটন এলাকার উন্নয়নে গুরুত্ব দেন, তাহলে অনেকের বেকারত্ব দূর হবে।”

মৌলভীবাজারে মোট ভোটার ১৫ লাখ ৬১ হাজার ২১৫ জন। তাদের মধ্যে নারী ৭ লাখ ৬৭ হাজার ৯৫১ জন। 

ঢাকা/আজিজ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়