ঢাকা     রোববার   ২৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১২, ২৪ জানুয়ারি ২০২৬  
কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

চীনের সাথে বাণিজ্য চুক্তি করলে কানাডার সকল পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি এ হুমকি দিয়েছেন।

ট্রাম্প লিখেছেন, “কানাডা যদি চীনের সাথে চুক্তি করে, তাহলে তাৎক্ষণিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা সকল কানাডিয়ান পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।”

আরো পড়ুন:

সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির মধ্যে উত্তেজনা আরো বেড়েছে।

কার্নি সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করেছেন। তিনি ঘোষণা করেছেন, কানাডা ও চীন বৈদ্যুতিক যানবাহনসহ বেশ কয়েকটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে।

শনিবারের পোস্টে, ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রীকে ‘গভর্নর কার্নি’ উল্লেখ করে লিখেছেন, “যদি তিনি মনে করেন যে তিনি কানাডাকে চীনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য পাঠানোর জন্য ‘ড্রপ অফ পোর্ট’ বানাবেন, তাহলে তিনি সম্পূর্ণ ভুল করছেন।”

এর আগে গত বছর ট্রাম্প কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘৫১তম রাজ্য’ হিসেবে এবং কার্নিকে ‘গভর্নর’ হিসেবে অভিহিত করেছিলেন। ওই সময় ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, তিনি কানাডাকে দখল করতে পারেন।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়