ঢাকা     রোববার   ২৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্রে ১০ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ২৪ জানুয়ারি ২০২৬   আপডেট: ২২:৫৪, ২৪ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রে ১০ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল 

শীতকালীন ঝড়ের ফলে শনিবার থেকে সোমবারের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ১০ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবার ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যার এ তথ্য জানিয়েছে।

ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুসারে, উত্তর টেক্সাস এবং ওকলাহোমা ঝড়ের আঘাতে শনিবার তিন হাজার ৪০০ এরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ডালাস ফোর্থ ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় তিন-চতুর্থাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে। পার্শ্ববর্তী ডালাস লাভ ফিল্ড বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিল করা হয়েছে ৬৪ শতাংশ। ওকলাহোমা সিটি থেকেও ৯০ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে।

আরো পড়ুন:

রবিবার বাতিলের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যায়, আবহাওয়ার কারণে ছয় হাজার ৪০০ টিরও বেশি ফ্লাইট বন্ধ হয়ে যায়। ঝড়টি উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে এর প্রভাব আরো পূর্ব দিকে দেখা যাচ্ছে। ওয়াশিংটন ডিসির রিগ্যান জাতীয় বিমানবন্দর থেকে নব্বই শতাংশ এবং উত্তর ক্যারোলিনার শার্লট ডগলাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রবিবারের ৭৩ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে।

সোমবারেরও সাত শতাধিক ফ্লাইট ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। কারণ ঝড়টি শান্ত হওয়ার পরে বিমান সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য কাজ করবে।

দক্ষিণ-মধ্য আমেরিকায় তুষারপাত এবং বিপজ্জনক বরফ পড়ছে এবং পূর্ব দিকে ছড়িয়ে পড়ছে। শনিবার টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত দুই হাজারের মাইলেরও বেশি এলাকায় শীতকালীন ঝড়টি আঘাত হানবে বলে জানিয়েছে মার্কিন আবহাওয়া দপ্তর।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়