পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
রাশেদুল ইসলাম।
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে রাশেদুল ইসলাম (২৪) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে পাটগ্রাম থানার ওসি নাজমুল হক এর সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে, ভোরে উপজেলার জমগ্রাম সীমান্তের ৮০১/১১-এস মেইন পিলারের নিকট এ ঘটনা ঘটে।
রাশেদুল ইসলাম উপজেলার পশ্চিম জমগ্রাম এলাকার আব্দুস সামাদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে রাশেদুল অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের কোচবিহার জেলার কোচবিহার-৩০ বিএসএফ ব্যাটালিয়নের নিউ কুচলিবাড়ি ক্যাম্পের একটি টহল দল তাকে আটক করে নিয়ে যায়।
ওসি নাজমুল হক বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে রাশেদুলকে আটক করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তবে, এ বিষয় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঢাকা/নিয়াজ/রাজীব