ঢাকা     শুক্রবার   ২৩ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নরসিংদী কারাগারে যুবকের মৃত্যু, ‘পরিকল্পিত হত্যা’র অভিযোগ পরিবারের

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৪, ২৩ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৯:৫২, ২৩ জানুয়ারি ২০২৬
নরসিংদী কারাগারে যুবকের মৃত্যু, ‘পরিকল্পিত হত্যা’র অভিযোগ পরিবারের

বাঁধনের পরিবারের সদস্যদের আহাজারি

নরসিংদী জেলা কারাগারে বাঁধন (২৭) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’। তবে, কারা কর্তৃপক্ষ দাবি করছে, এটি ‘স্বাভাবিক মৃত্যু’।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ১১টার দিকে বাঁধনের মৃত্যু হয়। তিনি নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়া সেবা সংঘ এলাকার শঙ্কর তারনের ছেলে। 

আরো পড়ুন:

বাঁধনের স্ত্রী অন্তি বলেছেন, “দুই দিন আগেও আমি আমার স্বামীর সাথে কথা বলে এসেছি। সে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক ছিল। খুব দ্রুত তার জামিন হওয়ার কথা ছিল। সে বিষয়ে কাজ করছিলাম আমরা। এরইমাঝে গতকাল রাতে জেল পুলিশ ফোন দিয়ে অসুস্থতার কথা জানালে, জেলা হাসপাতালে নেওয়ার জন্য ওই জায়গায় গিয়ে দেখি, বাঁধন মারা গেছে। ডাক্তার বলেছে, হাসপাতালে আনার এক ঘণ্টা আগেই বাঁধন মারা গেছে। আমার স্বামীকে পূর্বপরিকল্পিতভাবে জেলের ভিতর নির্যাতন করে মারা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

বাঁধনের মৃত্যুর খবর পশ্চিম কান্দাপাড়া এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। বাঁধনের পরিবার ও এলাকাবাসী প্রকৃত রহস্য উদঘাটনে প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

নরসিংদী জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার হুমায়ুন কবীর বলেছেন, “যে বিষয়গুলো বলছে (বাঁধনের পরিবার), এগুলো সম্পূর্ণ প্রোপাগান্ডা। কয়েদির স্বাভাবিক মৃত্যু হয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট আসলেই বিষয়টা ক্লিয়ার হবে।” 

ঢাকা/হৃদয়/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়