ত্রয়োদশ সংসদ নির্বাচন: খুলনা বিভাগে লড়ছেন ৭ নারী
সাবিরা সুলতানা, শম্পা বসু, খনিয়া খানম (ওপরে বাঁ থেকে), মনিকা আলম, শামীম আরা পারভীন ইয়াসমীন, ফরিদা ইয়াসমিন ও রুম্পা খানম (নিচে বাঁ থেকে)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগে মোট আসন ৩৬টি। এসব আসনে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা ২০১। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৭ জন।
এর আগে দ্বাদশসহ গত ৪টি জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৬টি আসনে নারী প্রতিদ্বন্দ্বীর হার ছিল সাড়ে ৬ শতাংশ। নবম থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, খুলনা বিভাগের ১০ জেলার ৩৬ সংসদীয় আসনের চিত্র প্রায় অভিন্ন। নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে বিএনপির একজন, জাতীয় পার্টির দুজন, গণফোরামের একজন, বাসদের একজন এবং বাংলাদেশ রিপাবলিক পার্টির (বিআরপি) একজন নারীকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন একজন।
নির্বাচনে বাগেরহাট, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নড়াইল জেলার সংসদীয় আসনগুলোতে কোনো নারী প্রার্থী নেই। নারী প্রার্থী হয়েছেন ঝিনাইদহে ২ জন, যশোরে একজন, মাগুরায় একজন, খুলনায় একজন, নড়াইলে একজন এবং কুষ্টিয়ায় একজন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬টি আসনে ১০টি দল মনোনীত ও স্বতন্ত্রসহ ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যার মধ্যে নারী প্রার্থী ছিলেন মাত্র দুজন।
এবারের নির্বাচনে জেলার ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৮ জন। এর মধ্যে খুলনা-৫ আসনে জাতীয় পার্টি মনোনীত একমাত্র নারী প্রার্থী শামীম আরা পারভীন ইয়াসমীন। যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল হলেও পরে আদালতের মাধ্যমে প্রার্থিতা ফিরে পান তিনি।
অন্যদিকে, বিভাগের যশোর জেলার ৬টি আসনে ৩৬ জন প্রার্থীর মধ্যে যশোর-২ আসনে বিএনপি মনোনীত একমাত্র নারী প্রার্থী সাবিরা সুলতানা। ঝিনাইদহের ৪টি আসনের ২০ প্রার্থীর বিপরীতে নারী প্রার্থী দুজন। এর মধ্যে জাতীয় পার্টির মনিকা আলম ঝিনাইদহ-১ আসন ও গণফোরামের খনিয়া খানম ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী। মাগুরার দুটি আসনে মোট প্রার্থী ১১ জন। এর মধ্যে একমাত্র নারী প্রার্থী বাসদের শম্পা বসু। মাগুরা-১ আসনে লড়ছেন তিনি।
নড়াইলের দুইটি আসনে ১৬ জন প্রার্থীর মধ্যে নারী প্রার্থী একজন। নড়াইল-২ আসনে ফরিদা ইয়াসমিন নামের ওই নারী স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। কুষ্টিয়ার ৪টি আসনে ২৫ জন প্রার্থীর মধ্যে কুষ্টিয়া-১ আসনে লড়ছেন একমাত্র নারী প্রার্থী রিপাকলিক পার্টির রুম্পা খানম।
নবম জাতীয় সংসদ নির্বাচনে খুলনা জেলার ৬টি আসনে মোট প্রার্থী ছিলেন ৩৩ জন, তাদের মধ্যে নারী ছিলেন মাত্র একজন। দশম জাতীয় নির্বাচনে এই জেলার ১১ জন প্রার্থীর মধ্যে নারী ৩ জন এবং একাদশ জাতীয় নির্বাচনে ৩৭ প্রার্থীর মধ্যে নারী প্রার্থী ছিলেন মাত্র ২ জন।
ঢাকা/এসবি