১২ ফেব্রুয়ারি প্রত্যেকে কেন্দ্রে গিয়ে ফজরের নামাজ পড়বেন: হাসনাত
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১০–দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেছেন, ১২ ফেব্রুয়ারি প্রত্যেকে ভোটকেন্দ্রে গিয়ে ফজরের নামাজ পড়বেন। ভোট দেবেন এবং ভোটের ফলাফল নিয়ে বাড়িতে আসবেন। কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ নেতাদের হাতে ভোটকেন্দ্র দখল দিতে দেওয়া যাবে না।
শনিবার (২৪ জানুয়ারি) পটুয়াখালী-২ (বাউফল) আসনে দশ দলীয় জোটের প্রার্থী শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনি সমাবেশে বাউফলবাসীর উদ্দেশে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচন গেলে নাকি আমাদের অবস্থা দেখে নেবে। অনেকেই বলছে, বাড়ি থেকে নাকি ব্যালট ছাপিয়ে নিয়ে আসবে। এই তরুণ প্রজন্ম কি বসে থাকবে? এই তরুণ প্রজন্ম হাসিনাকে ডরায় নাই, হাসিনার কামান-পেট্রোলকে দুই টাকার দাম দেয় নাই।
এ সময় প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, ২০২৪ সাল থেকে যদি আপনারা শিক্ষা না নেন। যদি আগের ছকে নির্বাচনের দিকে ফিরে যান, গুলশানের দিকে লাইন ধরেন; তরুণ প্রজন্ম আপনাদের ছেড়ে দেবে না।
ঢাকা/ইমরান/রাজীব