বাগেরহাটে ছাত্রলীগ নেতার স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার
বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বাগেরহাটে এক ছাত্রলীগ নেতার স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যদের দাবি, শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন মা।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের একটি বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মৃত দুজন হলেন— কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) এবং তার ৯ মাস বয়সী সন্তান নাজিম হোসেন।
পুলিশ জানিয়েছে, বাড়ির একটি কক্ষের ভেতরে কানিজ সুবর্ণা স্বর্ণালীর মরদেহ গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল। একই কক্ষে তার শিশু সন্তানের মরদেহ মেঝেতে পড়ে ছিল। স্থানীয়রা বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
কানিজ সুবর্ণা স্বর্ণালী বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী। বিভিন্ন মামলায় কারাগারে আছেন জুয়েল হাসান সাদ্দাম।
কানিজ সুবর্ণা স্বর্ণালীর ভাই শুভ বলেছেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গোপালগঞ্জ থেকে জুয়েল হাসান সাদ্দাম গ্রেপ্তার হন। আমার বোনের সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনের সম্পর্ক ভালো ছিল। স্বর্ণালী তার স্বামীকে খুব ভালোবাসতেন এবং তাকে জামিনে মুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন। জামিন না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। হতাশা ও একাকিত্বে ভুগছিলেন স্বর্ণালী। পরিবারের পক্ষ থেকে তাকে চিকিৎসকের কাছে নেওয়ার চেষ্টাও করা হয়েছিল। হতাশা থেকেই স্বর্ণালী প্রথমে তার শিশু সন্তানকে বালতিতে থাকা পানিতে চুবিয়ে হত্যা করেন এবং পরে আত্মহত্যা করেন।”
তিনি জানান, সাদ্দামের বাড়িতে তার মা, বোন, স্ত্রী ও সন্তান একসঙ্গে থাকতেন।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেছেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে এক নারী ও তার শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
তিনি জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।
ঢাকা/আমিনুল/বাদশা/রফিক