ঢাকা     রোববার   ২৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গুপ্ত সংগঠনের সঙ্গে পারা কঠিন: ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৮, ২৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ২০:০১, ২৫ জানুয়ারি ২০২৬
গুপ্ত সংগঠনের সঙ্গে পারা কঠিন: ফখরুল

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের সিংপাড়া গ্রামে নির্বাচনি সভায় বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একটি রাজনৈতিক দলের কার্যক্রমকে ‘গুপ্ত সংগঠনের’ মতো অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘‘এই গুপ্ত পার্টির সঙ্গে পারা বড় মুশকিল ভাই, গুপ্ত পার্টি থেকে সাবধানে থাকতে হবে। ওদের দেখতে হয়, কোন দিক যাচ্ছে, কী করে?’’ 

তিনি আরো বলেন, ‘‘মা-বোনদের তারা বোঝাচ্ছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেস্তে যাওয়া যায়। কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায়, এটা আমাদের জানা নেই।’’

আরো পড়ুন:

রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের সিংপাড়া গ্রামে নির্বাচনি সভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম ঠাকুরগাঁও-১ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী। 

মির্জা ফখরুল বলেন, ‘‘মনে হচ্ছে অদৃশ্য একটা শক্তির সঙ্গে নির্বাচন করছি। কেউ আছে বলে মনেই হয় না। প্রতিপক্ষ কেউ আছে মনে হচ্ছে কি? গোপনে গোপনে গুপ্তভাবে কাজ করে তারা। আমরা প্রকাশ্যে রাজনীতি করি, মিটিং করি, মিছিল করি; জেল খাঁটি, নির্যাতন-জুলুম সহ্য করি। আবার নির্বাচনে জয়লাভও করি।’’

মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকার কথা স্মরণ ফখরুল ইসলাম বলেন, ‘‘জামায়াতে ইসলামকে কেউ বিশ্বাস করবেন। কারণ এরা পাকিস্তান বিরোধী আন্দোলনকে সমর্থন করে নাই। আর আমরা নিজের চোখে দেখেছি, তারা পাক সেনাবাহিনীর সঙ্গে আঁতাত করেছিল। সুতরাং আমরা এমন কোনো দলকে সমর্থন করতে পারি না, যারা আমাদের দেশের অস্তিত্বকে বিশ্বাস করেনি।’’

দেশের বিভিন্ন প্রান্তে সার সংকটের জন্যে ইউনুসের সরকারকে দায়ী করেছেন বিএনপির মহাসচিব। 

মির্জা ফখরুল বলেন, ‘‘ইউনূসের সরকার সারের ব্যবস্থা ঠিকমতো করতে পারে নাই। ইনশাল্লাহ আমরা সার সংকটের যে সমস্যা, সেটি সমাধান করব। আমাদের কৃষি কার্ডের মাধ্যমে কৃষকেরা সহজেই সার পাবে, বীজ পাবে, আর সেচের পানি পাবে।’’ 

এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন ও ধানের শীর্ষে ভোট চান।
 

ঢাকা/হিমেল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়