ঢাকা     রোববার   ২৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাবিতে স্মারক ট্রাস্ট ফান্ডে ৬ লাখ টাকার অনুদান

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৪, ২৫ জানুয়ারি ২০২৬  
ঢাবিতে স্মারক ট্রাস্ট ফান্ডে ৬ লাখ টাকার অনুদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ফকির আবদুল মান্নান ও ওয়াজেদা আখতার স্মারক ট্রাস্ট ফান্ড’এর মূলধন বৃদ্ধি করা হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) মূলধন বৃদ্ধির লক্ষ্যে দাতা পরিবারের সদস্য ড. মোহাম্মদ নিয়ামত ইলাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান-এর কাছে ৬ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন। এর ফলে ট্রাস্ট ফান্ডের মোট মূলধন ১০ লাখ টাকায় উন্নীত হয়েছে।

আরো পড়ুন:

চেক হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং ডাকসু’র সাবেক সদস্য মো. শাহান শাহ উপস্থিত ছিলেন।

এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এল.এল.এম পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত একজন শিক্ষার্থীকে ‘ফকির আবদুল মান্নান স্মারক স্বর্ণপদক’ প্রদান করা হবে। পাশাপাশি, এল.এল.বি চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী একজন শিক্ষার্থীকে মাসিক ৫০০ টাকা হারে বৃত্তি প্রদান করা হবে।

ঢাকা/সৌরভ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়