জলবায়ু সহনশীল ভবিষ্যতের পথে তরুণদের প্রস্তুতির গল্প
জলবায়ু পরিবর্তন এখন ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, বরং বর্তমান বাস্তবতার এক কঠিন সত্য। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘনঘন ঘূর্ণিঝড়, অনিয়মিত বৃষ্টি, খরা, নদীভাঙন সবকিছু মিলিয়ে বাংলাদেশের মতো জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশে এর প্রভাব সবচেয়ে বেশি দৃশ্যমান। এই সঙ্কটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে তরুণ প্রজন্ম। ভবিষ্যৎ কারিগর তরুণরাই যদি সচেতন, দক্ষ ও সংগঠিত হয়, তবে জলবায়ু সহনশীল একটি সমাজ গড়ে তোলা অসম্ভব নয়। এই ভাবনাকেই সামনে রেখে তরুনদের ক্লাইমেট রিসাইলেন্স এজেন্ট হিসেবে গড়ে তুলতে ‘প্র্যাকটিকাল একশন ইন বাংলাদেশ’ বিভিন্ন বিভাগে ধারাবাহিকভাবে আয়োজন করছে দুই দিন ব্যাপী ‘ইয়থ ইন ক্লাইমেট রিসায়লেন্স ট্রেনিং’।