নীতিমালা সংশোধনের দাবিতে জবি প্রশাসনে তালা, অনির্দিষ্টকালের অবরোধ
নীতিমালায় বিশেষ বৃত্তি সংযোজন, অযৌক্তিক শর্ত বাতিল ও নীতিমালা পুনর্বিন্যাসসহ তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আস-সুন্নাহ প্রকল্পের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন অবরুদ্ধ করেছেন। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৫ ডিসেম্বর) শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা ‘বৈষম্যমূলক বৃত্তি মানি না’, ‘প্রশাসনের প্রহসন মানব না’, ‘হল না প্রকল্প, প্রকল্প প্রকল্প’, এমন বিভিন্ন স্লোগান দেন।