ঢাকা     সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আরো দেড় হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৭, ২৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ২১:৪০, ২৫ জানুয়ারি ২০২৬
আরো দেড় হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম 

ফাইল ফটো

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫৭৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে, এখন ভালো মানের স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ৫৭ হাজার টাকা অতিক্রম করেছে। এর আগে প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।

রোববার (২৫ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নতুন দাম ২৬ জানুয়ারি থেকে কার্যকর হবে।

সংগঠনটি জানিয়েছে, বৈশ্বিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম সমন্বয় করা হয়েছে।

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি থেকে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৯৮৮ ডলার ছাড়িয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ৪৫ হাজার ৫২৭ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ১০ হাজার ৪১৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৯১৯ টাকা।

স্বর্ণের দামের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। এখন ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ২৩২ টাকা, ২১ ক্যারেটের রুপা ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা/নাজমুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়