সাদ্দাম ইস্যুতে হুমকি পাওয়ার কথা বলছেন বাগেরহাটের ডিসি-এসপি
বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দাম ইস্যুতে ফোনে হুমকি পাওয়ার কথা বলছেন বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)।
রবিবার (২৫ জানুয়ারি) একাধিক বিদেশি নম্বর থেকে তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিয়ে গালাগাল ও হুমকি দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত একটি অডিও ক্লিপ ছড়িয়ে ছড়িয়ে পড়েছে। অডিওতে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে অপর প্রান্ত থেকে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দিতে শোনা যায়।
ফোনের অপর প্রান্ত থেকে পুলিশ সুপারকে বলেন, “এই … কি করছস, সাদ্দামের লগে কি করছস…”—এমন ভাষার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, ‘‘কয়েকটি ফোনে হুমকি পেয়েছি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, তিনিও কয়েকটি বিদেশি নম্বর থেকে হুমকিমূলক কল পেয়েছেন। এ বিষয়ে সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
ঢাকা/আমিনুল/বাদশা/রাজীব