শৌচাগারে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা মরদেহ
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাগেরহাটে শৌচাগার থেকে মুসলিমা খাতুন সীমা (২৮) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার যাত্রাপুর উত্তরপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মুসলিমা খাতুন সীমা যাত্রাপুর উত্তরপাড়া গ্রামের ব্যবসায়ী শেখ আসাদের স্ত্রী। বাগেরহাট মডেল থানার ওসি মো. মাসুম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যদের বরাতে তিনি জানান, সীমা রান্নাঘরে কাজ করছিলেন। দুপুরে সাড়ে ১২টার দিকে শৌচাগারের দরজা দীর্ঘ সময় আটকা দেখে নিহতের ছয় বছর বয়সী মেয়ে তার দাদাকে ডেকে নিয়ে আসে। দাদা উঁকি দিয়ে পুত্রবধূকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে দেখেন। পরে দরজা ভেঙে ভিকটিমকে মৃত অবস্থায় পাওয়া যায়।
ওসি বলেন, যতদূর জেনেছি, ভিকটিম মানসিক রোগী ছিলেন। তার চিকিৎসা গ্রহণের কাগজপত্র পর্যালোচনা করা হচ্ছে। এর আগে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সব বিষয় মাথায় রেখে মৃত্যুর কারণ জানতে তদন্ত করা হচ্ছে। এছাড়া, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ঢাকা/বাদশা/রাজীব