ঢাকা     রোববার   ২৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সীমান্তে মৃত বোনের মরদেহ দেখলেন ভারতীয় ভাই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ২৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১১:৩১, ২৫ জানুয়ারি ২০২৬
সীমান্তে মৃত বোনের মরদেহ দেখলেন ভারতীয় ভাই

সীমান্তের শূন্যরেখায় রোজিয়া বেগমের মরদেহ ভারতীয় স্বজনদের দেখানোর ব্যবস্থা করে বিজিবিও বিএসএফ।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও বিএসএফের বিশেষ উদ্যোগে রোজিয়া বেগম (৭৫) নামে এক নারীর মরদেহ দেখার সুযোগ পেয়েছেন ভারতীয় স্বজনরা।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার আজমতপুর সীমান্তের শূন্যরেখায় মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়।

আরো পড়ুন:

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, শিবগঞ্জ উপজেলার রিফুজিপাড়া গ্রামের মৃত সেতাব উদ্দিনের স্ত্রী রোজিয়া বেগম (৭৫) শনিবার সকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান। তার মৃত্যুর সংবাদ ভারতের মালদা জেলার কালিয়াচক থানার শ্বশানী গ্রামে বসবাসরত চাচাতো ভাই মো. সোবাহানকে জানানো হয়। তিনি বোনকে শেষবার দেখার জন্য বিএসএফের মাধ্যমে আবেদন করেন।

বিএসএফের অনুরোধে সাড়া দিয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) মানবিক কারণে ভারতীয় স্বজনদের মরদেহ দেখানোর সুযোগ করে দেয়। দুপুর পৌনে ১টার দিকে আজমতপুর সীমান্তের ১৮০/১০-এস পিলার সংলগ্ন শূন্যরেখায় রোজিয়া বেগমের মরদেহ আনা হয়। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে সোবাহানসহ ভারতীয় স্বজনরা রেজিয়া বেগমকে শেষ বিদায় জানান।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “সীমান্তবাসীর প্রতি বিজিবি সর্বদা মানবিক ও সহানুভূতিশীল। সাধারণ মানুষের আবেগ ও রক্তের সম্পর্কের প্রতি সম্মান জানানো আমরা কর্তব্য মনে করি। সেই জায়গা থেকেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছিল।”

ঢাকা/মেহেদী/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়