ঢাকা     শনিবার   ২৪ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাতায়া বিচে উত্তাপ ছড়াচ্ছেন ভাবনা

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৮, ২৪ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৮:৩৫, ২৪ জানুয়ারি ২০২৬
পাতায়া বিচে উত্তাপ ছড়াচ্ছেন ভাবনা

অভিনয়ের ব্যস্ততার বাইরে নিজেকে সময় দিতে ভালোবাসেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সুযোগ পেলেই অবকাশ যাপনে প্রকৃতির সান্নিধ্য পেতে ছুটে যান নান্দনিক কোনো স্থানে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার থাইল্যান্ড ভ্রমণের ছবি শেয়ার করে আবারও নেটিজেনদের নজর কাড়লেন এই অভিনেত্রী।

বর্তমানে থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন নগরী পাতায়ায় অবস্থান করছেন ভাবনা। সেখানকার সৈকত থেকে তোলা একাধিক ছবি তিনি প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। ছবিগুলো দেখে সহজেই বোঝা যায়, পাতায়া বিচে দারুণ সময় কাটাচ্ছেন তিনি।

আরো পড়ুন:

প্রকাশিত ছবিগুলোতে প্রিন্টেড স্লিভলেস পোশাক, ফ্যাশনেবল রোদচশমায় দেখা যায় ভাবনাকে। পেছনে নীল সমুদ্র আর আকাশের মেলবন্ধন। কখনও বারান্দায় সোফায় হেলান দিয়ে, কখনও আনমনে দূরে তাকিয়ে, আবার কখনও মৃদু হাসিতে ক্যামেরার সামনে নিজেকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। তার স্বাভাবিক ভঙ্গি আর আত্মবিশ্বাসী উপস্থিতি ছবিগুলোতে আলাদা মাত্রা যোগ করেছে, যা মুহূর্তেই উষ্ণতা ছড়িয়েছে অন্তর্জালে।

একটি ছবির ক্যাপশনে ভাবনা লিখেছেন, “সবকিছু বুঝতে পারা মানেই হলো ক্ষমা করে দেওয়া।” ছোট্ট এই বাক্যও ভক্তদের মধ্যে ভাবনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, ‘নট আউট’ নাটকের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন আশনা হাবিব ভাবনা। এরপর ছোট পর্দার অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা ও প্রশংসা অর্জন করেন। অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। বর্তমানে নাটকের পাশাপাশি সিনেমাতেও নিয়মিত কাজ করছেন এই অভিনেত্রী। 

ঢাকা/রাহাত//

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়