ঢাকা     শনিবার   ২৪ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামায়াতের সঙ্গে আমেরিকার গোপন আঁতাত হয়েছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫১, ২৪ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৯:০৭, ২৪ জানুয়ারি ২০২৬

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘জামায়াতের সঙ্গে আমেরিকার গোপন আঁতাত হয়েছে। ফিলিস্তিনে যখন মানুষ হত্যা করা হচ্ছে তখন এই আঁতাত বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা ও সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হতে পারে। ওয়াশিংটন পোস্টে যে নিউজ প্রকাশিত হয়েছে তার সত্যতা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চাই।’’

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও-১ আসনের শুকানপুখুরী ইউনিয়নের জাঠিভাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

মির্জা ফখরুল বলেন, ‘‘আমরা কোনো বিশেষ দেশের অনুসারী হব না। দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশি; এটাই আমাদের পরিচয়।’’

এর আগে, তিনি একই ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় পথসভায় বক্তব্য রাখেন। এ সময় বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/হিমেল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়