ঢাকা     শনিবার   ২৪ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এক থাকলে কেউ আমাদের পরাজিত করতে পারবে না: ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ২৪ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৬:১৩, ২৪ জানুয়ারি ২০২৬
এক থাকলে কেউ আমাদের পরাজিত করতে পারবে না: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের পরাজিত করতে পারবে না।”

শনিবার (২৪ জানুয়ারি) ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের সোনাহার এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে ফখরুল বলেন, ‘‘এই দেশ আপনাদের, এখানে ভয় বা শঙ্কার কোনো কারণ নেই। আপনারা নিশ্চিন্তে ভোট দেবেন। বিএনপি আপনাদের পাশে আছে, ছিল এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ।’’

বিএনপি মহাসচিব বলেন, “শেখ হাসিনাকে বারবার বলেছিলাম, এভাবে অত্যাচার-নির্যাতন করলে একদিন পালানোর পথ খুঁজে পাবেন না। আজ তিনি পালিয়ে বেঁচে গেলেও যারা আওয়ামী লীগ করতেন, তারা তো এই দেশেরই মানুষ; তাদের বাড়িঘর এখানেই। তারা এখন ভয় ও শঙ্কার মধ্যে আছে।”

ক্ষমতায় এলে এলাকার উন্নয়নের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘‘অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা, কৃষকদের হাতে কৃষি কার্ড এবং মা-বোনদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে।’’

তিনি আরো বলেন, “আমরা স্বাস্থ্য সেবার উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করব। এমন একটি বাংলাদেশ গড়বযেখানে কেউ কারো ওপর অত্যাচার-নির্যাতন করতে পারবে না।”

ঢাকা/হিমেল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়