চার ম্যাচের চারটিই জিতে সুপার সিক্সে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের গ্রুপ পর্বে চার ম্যাচের চারটিই জিতে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আজ শনিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল।
নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে শারমিন আক্তারের ফিফটিতে ভর করে ৭ উইকেটে ১৫৩ রান করে। জবাব দিতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৪৪ রানে থামে আয়ারল্যান্ডের মেয়েরা।
এই জয়ে চার ম্যাচের সবকটি জিতে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সুপার সিক্সে উঠেছে।
আয়ারল্যান্ডকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন গ্যাবি লিউইস। তিনি ইনিংসের গোড়াপত্তন করতে এসে ১৯তম ওভারের চতুর্থ বলে আউট হন। যাওয়ার আগে ৫৮ বলে ১০টি চার ও ১ ছক্কায় ৭৩ রানের ইনিংস খেলে যান। তার আউটের পর পরই আয়ারল্যান্ডের জয়ের স্বপ্ন স্তিমিত হয়ে যায়। গ্যাবি ছাড়া আরেক উদ্বোধনী ব্যাটার অ্যামি হান্টার ২৫ বলে ৪টি চার ও ১ ছক্কায় অপরাজিত ৩৫ রান করেন। কিন্তু দলকে জেতাতে পারেননি। এছাড়া লরা ডিলানি ১৩ ও ওরলা প্রেনদেরগ্রাস্ট ১২ রান করেন।
বল হাতে বাংলাদেশের শর্না আক্তার ২ ওভারে ১৭ রান দিয়ে ২টি উইকেট নেন। ১টি উইকেট নেন রাবেয়া খান।
তার আগে বাংলাদেশের ইনিংসে শারমিন ৫টি চার ও ১ ছক্কায় ৫২ রান করেন। এছাড়া উদ্বোধনী ব্যাটার দিলারা আক্তার ৫ চারে করেন ৩৫ রান। আর সোবহানা মোস্তারি করেন ৩ ছক্কা ও ১ চারে ৩০ রান। এছাড়া নিগার সুলতানা জ্যোতি ১৩ ও জুয়াইরিয়া ফেরদৌস করেন ১১ রান।
আয়ারল্যান্ডের জেইন মাগুইর ৪ ওভারে ২৪ রানে ২টি উইকেট নেন। আরেক বোলার আরলিন কেলি ৪ ওভারে ৪৪ রান দিয়ে নেন ২টি উইকেট।
ম্যাচসেরা হন বাংলাদেশের শারমিন আক্তার। বুধবার থেকে শুরু হবে সুপার সিক্সের খেলা।
ঢাকা/আমিনুল