ঢাকা     শনিবার   ২৪ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাজারে যাওয়ার পথে পিকআপ উল্টে প্রাণ গেল ২ জনের

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ২৪ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৪২, ২৪ জানুয়ারি ২০২৬
মাজারে যাওয়ার পথে পিকআপ উল্টে প্রাণ গেল ২ জনের

স্বজনদের আহাজারি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে মাজারে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৮ জন।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নিহতরা হলেন- মিঠামইন উপজেলার মৃত আলী হোসেনের ছেলে হাদিস মিয়া (৫০) ও মৃত আবদুল জব্বারের ছেলে নুর আলম (৫০)।

স্থানীয়দের বরাতে অষ্টগ্রাম থানার ওসি সোয়েব খান বলেন, দুপুরে মিঠামইন থেকে ১৫-২০ জন পিকআপে মানতের একটি গরু নিয়ে বাজিতপুর উপজেলার একটি মাজারের উদ্দেশে রওনা দেন। অষ্টগ্রাম উপজেলার জিরো পয়েন্টে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নিলে আরেকজন মারা যান।

ঢাকা/রুমন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়