ঢাকা     সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্রে বিদ্যুৎবিচ্ছিন্ন ৬ লাখেরও বেশি গ্রাহক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৩, ২৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ২১:৪২, ২৫ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রে বিদ্যুৎবিচ্ছিন্ন ৬ লাখেরও বেশি গ্রাহক

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো পর্যন্ত পশ্চিমে ৬ লাখ ৭০ হাজারেরও বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন রয়েছেন। এছাড়া দেশটির প্রায় ১০ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া ঝড়ের কারণে পূর্বাঞ্চলের রাজ্যগুলো ভারী তুষারপাতের ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছে রয়টার্স।

পাওয়ার আউটরেজ ডট ইউএস-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রবিবার সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত ৬ লাখ ৭০ হাজারেরও বেশি মার্কিন গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন ছিলেন। এর মধ্যে মিসিসিপি, টেক্সাস, টেনেসি এবং লুইসিয়ানায় এক লাখেরও বেশি গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন ছিলেন। অন্যান্য রাজ্যগুলোর মধ্যে রয়েছে কেনটাকি, জর্জিয়া, ভার্জিনিয়া এবং নিউ মেক্সিকো।

আরো পড়ুন:

পূর্বাভাসকরা জানিয়েছেন, রবিবার এবং সপ্তাহের শেষের দিকে তুষারপাত, শিলাবৃষ্টি, হিমশীতল বৃষ্টিপাত এবং বিপজ্জনকভাবে ঠান্ডা তাপমাত্রা দেশের পূর্বাঞ্চলের দুই-তৃতীয়াংশ এলাকাজুড়ে থাকবে।

ঝড়গুলোকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার দক্ষিণ ক্যারোলিনা, ভার্জিনিয়া, টেনেসি, জর্জিয়া, উত্তর ক্যারোলিনা, মেরিল্যান্ড, আরকানসাস, কেন্টাকি, লুইসিয়ানা, মিসিসিপি, ইন্ডিয়ানা এবং পশ্চিম ভার্জিনিয়ায় ফেডারেল জরুরি দুর্যোগ ঘোষণা অনুমোদন করেছেন।

ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, “আমরা এই ঝড়ের পথে থাকা সমস্ত রাজ্যের উপর নজর রাখব এবং তাদের সাথে যোগাযোগ রাখব। নিরাপদে থাকুন এবং উষ্ণ থাকুন।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৭টি রাজ্য এবং কলম্বিয়া জেলা আবহাওয়া জরুরি অবস্থা ঘোষণা করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম শনিবার এক সংবাদ সম্মেলনে আমেরিকানদের সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, “এখন খুব, খুব ঠান্ডা পড়বে। তাই আমরা সবাইকে জ্বালানি, খাবার মজুদ করার জন্য উৎসাহিত করব এবং আমরা একসাথে এই পরিস্থিতি মোকাবেলা করব। আমাদের ইউটিলিটি কর্মীরা আছে যারা যত তাড়াতাড়ি সম্ভব এটি (বিদ্যুৎ) পুনরুদ্ধার করার জন্য কাজ করছে।”
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়