বিপিএল-২০২৬: শিরোপা থেকে ব্যক্তিগত পুরস্কার, কে কোনটা জিতলেন?
পর্দা নামল বিপিএল-২০২৬ তথা দ্বাদশ আসরের। ফাইনালের আলোঝলমলে মঞ্চে দলীয় নৈপুণ্যের সঙ্গে ব্যক্তিগত কৃতিত্ব মিলেমিশে তৈরি করেছে এক স্মরণীয় সমাপ্তি। শিরোপা জয়ের আনন্দে ভাসল রাজশাহী ওয়ারিয়র্স। আর টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সে আলাদা করে উজ্জ্বল হলেন বেশ কয়েকজন ক্রিকেটার।
ফাইনালে ব্যাট হাতে রাজশাহীর জয়গাথার ভিত্তি গড়ে দেন তানজিদ হাসান তামিম। সাহিবজাদা ফারহানের সঙ্গে দৃঢ় জুটিতে ইনিংস সাজিয়ে বাঁহাতি ওপেনার খেলেন ঝলমলে সেঞ্চুরি। সাতটি ছক্কায় সাজানো শতরানের ইনিংসে রাজশাহী তোলে প্রতিদ্বন্দ্বিতামূলক সংগ্রহ। জবাবে শুরু থেকেই চাপের মুখে পড়ে চট্টগ্রাম রয়্যালস। নতুন বলে বিনুরা ফার্নান্দোর সুইং আর মাঝের ওভারে হাসান মুরাদের স্পিন- দুই প্রান্তের আঘাতে দ্রুতই ভেঙে পড়ে রান তাড়ার ছক।
চট্টগ্রামকে ১১১ রানে গুটিয়ে দিয়ে ৬৩ রানের বড় জয় নিশ্চিত করে রাজশাহী। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এটাই ফ্র্যাঞ্চাইজিটির প্রথম বিপিএল শিরোপা। সব মিলিয়ে দ্বিতীয়। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে রাজশাহীর ঘরে এসেছে ২ কোটি ৭৫ লাখ টাকার পুরস্কার। রানার্সআপ হিসেবে চট্টগ্রাম পেয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা।
তবে এবারের বিপিএল শুধু শিরোপার গল্পেই সীমাবদ্ধ নয়। পুরো আসরজুড়ে ব্যক্তিগত পারফরম্যান্সেও ছিল দারুণ প্রতিযোগিতা। ফাইনালের সেঞ্চুরির সুবাদে ম্যাচসেরার পুরস্কার উঠেছে তানজিদের হাতে। টুর্নামেন্টজুড়ে সবচেয়ে ধারাবাহিক ব্যাটার ছিলেন পারভেজ হোসেন ইমন। সিলেট টাইটান্সের হয়ে সর্বোচ্চ ৩৯৫ রান করে জিতেছেন সেরা ব্যাটারের সম্মাননা।
বোলিং বিভাগে রাজত্ব করেছেন শরিফুল ইসলাম। সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কারের পাশাপাশি পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবেও নির্বাচিত হন তিনি। দুই ক্যাটাগরি মিলিয়ে একাই তুলে নেন ১৫ লাখ টাকা। ফিল্ডিংয়ে নজর কেড়েছেন লিটন দাস; কিপিং না করেও আউটফিল্ডে ধারাবাহিক ক্যাচ ধরে জিতেছেন সেরা ফিল্ডারের পুরস্কার। আর কম ম্যাচ খেলেও তীক্ষ্ণ গতি ও উইকেট নেওয়ার দক্ষতায় উদীয়মান ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন রাজশাহীর রিপন মণ্ডল।
সব মিলিয়ে প্রায় ৫ কোটি টাকার প্রাইজমানির এই আসর শেষ হয়েছে রাজশাহীর শিরোপা উদযাপন আর ব্যক্তিগত কৃতিত্বের ঝলকে।
সংক্ষিপ্ত তালিকা: কে কোন পুরস্কার জিতলেন
দলগত পুরস্কার:
| অর্জন | দল | প্রাইজমানি |
| চ্যাম্পিয়ন | রাজশাহী ওয়ারিয়র্স | ২ কোটি ৭৫ লাখ টাকা |
| রানার্সআপ | চট্টগ্রাম রয়্যালস | ১ কোটি ৭৫ লাখ টাকা |
ব্যক্তিগত পুরস্কার:
| পুরস্কার | বিজয়ী | প্রাইজমানি |
| টুর্নামেন্ট সেরা খেলোয়াড় | শরিফুল ইসলাম | ১০ লাখ টাকা |
| সর্বোচ্চ উইকেট শিকারি | শরিফুল ইসলাম | ৫ লাখ টাকা |
| ফাইনাল সেরা | তানজিদ হাসান তামিম | ৫ লাখ টাকা |
| সেরা ব্যাটার | পারভেজ হোসেন ইমন | ৫ লাখ টাকা |
| সেরা ফিল্ডার | লিটন দাস | ৩ লাখ টাকা |
| সেরা উদীয়মান ক্রিকেটার | রিপন মণ্ডল | ৩ লাখ টাকা |
ঢাকা/আমিনুল