ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘৩ মাসে ৩০ কেজি ওজন বেড়েছিল, মনে হতো আমার জীবন শেষ’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৪, ২৬ আগস্ট ২০২৪   আপডেট: ০৮:২২, ২৬ আগস্ট ২০২৪
‘৩ মাসে ৩০ কেজি ওজন বেড়েছিল, মনে হতো আমার জীবন শেষ’

হিন্দি টিভি সিরিয়াল ও চলচ্চিত্র অভিনেত্রী মৌনি রায়। ‘কিউকি সাঁস ভি কাভি বহু থি’, ‘নাগিন’ টিভি সিরিয়ালে অভিনয় করে খ্যাতি কুড়ান এই অভিনেত্রী। কিন্তু ‘নাগিন’ সিরিয়ালে অভিনয়ের ঠিক আগে গুরুতরু অসুস্থ হয়ে পড়েছিলেন। ওই সময়ে মৌনির মনে হয়েছিল— তার জীবন শেষ।

কয়েক দিন আগে বলিউড বাবলকে সাক্ষাৎকার দিয়েছেন মৌনি রায়। স্মৃতিচারণ করে এ অভিনেত্রী বলেন, “৭-৮ বছর আগে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। ওই সময়ে আমি প্রচুর ব্যথানাশক ঔষুধ খেয়েছিলাম। আমার এল৪-এল৫ স্লিপ ডিস্ক ক্ষয় হয়ে গিয়েছিল এবং ক্যালসিয়াম পাথর হয়েছিল। সুতরাং আমি টানা ৩ মাস শয্যাশয়ী ছিলাম। এই তিন মাসে আমার ওজন ৩০ কেজি বৃদ্ধি পেয়েছিল। আমি অনুভব করতাম, আমার জীবন শেষ। ওই সময়ে আমাকে কেউ দেখেনি। এরপরই আমি ‘নাগিন’-এ অভিনয় করি। ওই সময়ে আমি লাইম লাইটে ছিলাম না।”

আরো পড়ুন:

 

ওজন কমাতে গিয়েও দারুণ বিড়ম্বনায় পড়েছিলেন মৌনি রা। সেই ঘটনার বর্ণনা দিয়ে মৌনি রায় বলেন, ‘আমি ভাবছিলাম, কীভাবে এই ওজন কমাবো! এরপর আমি ঔষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, ঔষুধ খেতে যে পানি খেতাম তার ওজন কমে গিয়েছিল। এরপর আমি উপলদ্ধি করি, এই সিদ্ধান্ত স্বাস্থ্যকর নয়। বুঝতে পারি খাবার খাওয়া কমাতে হবে। আমি জুসগুলো ৩/৪/৫ দিনে খাব, কারো সঙ্গে কথা বলব না। কিন্তু তখন বুঝতে পারি, না বাবা আমার খাবার দরকার আছে। আমি ৩ জনের খাবার খেতাম, এটা নিয়ন্ত্রণ করতে হবে। কারণ এত খাবার শরীরের জন্য প্রয়োজন নেই। এরপর পুষ্টিবিদের কাছে যাই, সে আমাকে এই সমস্যা থেকে বের করে নিয়ে আসেন।’

 

টিভি ধারাবাহিকে খ্যাতি কুড়ানোর পর অক্ষয় কুমার অভিনীত ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মৌনি রায়। ‘কেজিএফ-চ্যাপটার ওয়ান’ সিনেমার ‘গলি গল’ গানে নেচে বেশ জনপ্রিয়তা লাভ করেন তিনি। এরপর ‘রোমিও আকবর ওয়াল্টার’, ‘মেড ইন চায়না’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘ব্ল্যাকআউট’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়