ঢাকা     রোববার   ২৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশের বন্ধু মার্ক টালি আর নেই

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৮, ২৫ জানুয়ারি ২০২৬  
বাংলাদেশের বন্ধু মার্ক টালি আর নেই

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে দাঁড়ানো খ্যাতনামা সাংবাদিক মার্ক টালি আর নেই। রবিবার ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে তার জীবনাবসান ঘটে বলেএ নডিটিভি অনলাইন জানিয়েছে। তার বয়স হয়েছিল ৯০ বছর।

 পদ্মশ্রী ও পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত এই সাংবাদিক বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। গত এক সপ্তাহ ধরে সাকেতের ম্যাক্স হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

প্রবীণ সাংবাদিক এবং টালির ঘনিষ্ঠ বন্ধু সতীশ জ্যাকব পিটিআইকে বলেন, “মার্ক আজ বিকেলে সাকেতের ম্যাক্স হাসপাতালে মারা গেছেন।”

১৯৩৫ সালের ২৪শে অক্টোবর কলকাতায় (বর্তমানে কলকাতা) জন্মগ্রহণকারী টালি ২২ বছর ধরে নয়াদিল্লিতে বিবিসির ব্যুরো প্রধান ছিলেন। বিবিসি থেকে অবসর নেওয়ার পর ফ্রিল্যান্স সাংবাদিকতায় নিজেকে যুক্ত রেখেছিলেন তিনি।

১৯৭১ সালে মার্ক টালি ছিলেন বিবিসির দক্ষিণ এশিয়াবিষয়ক সংবাদদাতা। সীমান্তবর্তী শরণার্থী শিবির ও বিভিন্ন জেলা ঘুরে তিনি বাংলাদেশিদের প্রকৃত দুর্দশার চিত্র আর যুদ্ধের খবর পাঠান। তার পাঠানো খবর বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে ভূমিকা রেখেছিল। এ জন্য বাংলাদেশ সরকার তাকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’য় ভূষিত করেছিল।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়