ঢাকা     রোববার   ২৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সব ভুয়া: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৭, ২৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ২০:০১, ২৫ জানুয়ারি ২০২৬
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সব ভুয়া: গোলাম পরওয়ার

বিএনপিকে ইঙ্গিত করে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আরেক প্রতারণার ফাঁদ হচ্ছে—ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। সব ভুয়া। ঘোড়ার ডিম দেবে।

তিনি অভিযোগ করেন, কার্ড দেখিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা চলছে। কেউ বলছে ৪ হাজার টাকা, কেউ বলছে, ২০-২১ হাজার টাকা। কেউ বলছে, চাল-গম, তেল-রেশন। আসলে কী দেবে কেউ জানে না। পুরোটাই ভুয়া। দেশে মানুষ ১৮ কোটি, তারা বলছে ৫০ কোটি কার্ড দেবে। মিথ্যার ওপর মিথ্যা, ডাবল মিথ্যা।

আরো পড়ুন:

রবিবার (২৫ জানুয়ারি) খুলনার ডুমুরিয়া উপজেলার শলুয়া বাজার, গজেন্দ্রপুর, রামকৃষ্ণপুর, চুকনগর বাজার, আন্দুলিয়া ও কৃষ্ণনগরে পৃথক পৃথক গণসংযোগ ও নির্বাচনি জনসভা ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ৫ আগস্টের পর যারা ডুমুরিয়ায় চাঁদাবাজি ও ভাঙচুর চালিয়েছে, তারাই এখন আবার সংখ্যালঘুদের কাছে গিয়ে নিরাপত্তা দেওয়ার নামে ভোট চাইছে।

তিনি বলেন, রাস্তার পাশে বাদাম বিক্রি করে, ছোটখাটো দোকান করে—এমন মানুষের কাছ থেকেও চাঁদা তোলা হয়েছে। ৫ আগস্টের পরে ডুমুরিয়ায় প্রকাশ্য চাঁদাবাজি হয়েছে। প্রশ্ন হলো কারা করেছে? ওই সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। ৫ তারিখের পরে শেখ হাসিনা ও শেখ রেহানা দেশ ছেড়ে চলে গেলেন। তাহলে দোকান ভাঙচুর, চাঁদাবাজি কারা করল; এই প্রশ্ন কি আমরা করতে পারি না?

গোলাম পরওয়ার বলেন, চাঁদা, কার্ড আর মিথ্যার রাজনীতি দিয়ে বাংলার মানুষকে আর বোকা বানানো যাবে না।

বিএনপি নেতাকর্মীদের কার্ড বিতরণের ভিডিও নির্বাচন কমিশনার ও কমিশন সচিবের কাছে পাঠিয়েছেন জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, আমি জানতে চেয়েছি, এটা কি নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন নয়? আচরণবিধিতে স্পষ্ট বলা আছে, নির্বাচনের আগে কোনো দল বা প্রার্থী জনগণকে অনুদান বা লোভনীয় প্রতিশ্রুতি দিতে পারবে না।

ঢাকা/নূরুজ্জামান/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়