ঢাকা     রোববার   ২৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সংগীতশিল্পী অভিজিৎ মজুমদার মারা গেছেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ২৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৮:৩৯, ২৫ জানুয়ারি ২০২৬
সংগীতশিল্পী অভিজিৎ মজুমদার মারা গেছেন

অভিজিৎ মজুমদার

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের প্রখ্যাত গায়ক ও সংগীত পরিচালক অভিজিৎ মজুমদার। রবিবার (২৫ জানুয়ারি) সকালে ওড়িশার ভুবনেশ্বরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এআইআইএমএস) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৪ বছর। খবর ইন্ডিয়া টুডের। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিজিৎ মজুমদার দীর্ঘমেয়াদি একাধিক রোগে আক্রান্ত হয়ে চার মাসেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন ছিলেন। সংক্রমণের ফলে সৃষ্ট রিফ্র্যাক্টরি সেপটিক শকের কারণে গুরুতর জটিলতায় আক্রান্ত হন গায়ক। 

আরো পড়ুন:

শিল্পীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, গত বছরের ৪ সেপ্টেম্বর ভুবনেশ্বরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে ভর্তি হন অভিজিৎ মজুমদার। প্রথমে কোমায় চলে গিয়েছিলেন। পরে ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন। হাসপাতালে ভর্তির মাস দুয়েক পরে শারীরিক অবস্থার উন্নতিও হয় গায়কের। স্নায়ু, নিউমোনিয়া ছাড়াও লিভারের সমস্যায় ভুগছিলেন ছিলেন তিনি। তাছাড়াও পুষ্টির ঘাটতি এবং রক্তজনিত সমস্যাও ছিল তার। 

অভিজিৎ মজুমদারের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ওড়িশার সংগীতাঙ্গনে। মাত্র ৫৪ বছর বয়সে শিল্পীর প্রয়াণ মেনে নিতে পারছেন না ভক্ত-অনুরাগীরা। শিল্পীর মৃত্যুতে মাইক্রোব্লগিং সাইট এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তিনি লেখেন, “সিনেমা, সংগীত এবং সাংস্কৃতিক অঙ্গনে গভীর শূন্যতা তৈরি হলো।”  

১৯৯১ সালে ওড়িশার মিউজিক ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরু করেন অভিজিৎ মজুমদার। সাত শতাধিক গান লিখেছেন তিনি। ‘লাভ স্টোরি’, ‘সিস্টার শ্রীদেবী’, ‘গোলমাল লাভ’, ‘মিস্টার মজনু’, ‘শ্রীমান সুরদাস’-এর মতো সিনেমার সংগীত পরিচালনা করেছেন।  ‘পোগলু’ তার শেষ কাজ। এটি চলতি বছরে মুক্তির কথা রয়েছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়