ঢাকা     রোববার   ২৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৭, ২৫ জানুয়ারি ২০২৬  
কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট 

দেশের শিল্প ও বাণিজ্য খাতে অংশীদারিত্ব আরও সুদৃঢ়, কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল আয়োজন করেছে “সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অ্যান্ড ওয়ার্কশপ–২০২৬”। 

অনুষ্ঠানটি শনিবার কুমিল্লার গোল্ডেন স্পুন বাফেট রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. মাসুদুর রহমান, চিফ সেলস অফিসার, সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল; মোহাম্মদ আলাউদ্দিন, জেনারেল ম্যানেজার (মার্কেটিং), সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল এবং কাজী ইমদাদুল হক, জেনারেল ম্যানেজার (সেলস–টিস্যু)। 

এ ছাড়াও সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্র্যান্ডের ভিশন, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা এবং বাজার সম্প্রসারণ কৌশল তুলে ধরা হয়। 

পার্টনারস সামিটের অংশ হিসেবে আয়োজিত ওয়ার্কশপ সেশনে অংশীদারদের সঙ্গে খোলামেলা আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ যৌথ উদ্যোগ নিয়ে দিকনির্দেশনামূলক মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী পার্টনাররা বসুন্ধরা গ্রুপের বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল বিশ্বাস করে, অংশীদারদের সঙ্গে পারস্পরিক আস্থা ও সহযোগিতা টেকসই ব্যবসায়িক সফলতার মূল ভিত্তি। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে অংশীদারিত্ব আরও সুদৃঢ় করে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে প্রতিষ্ঠানটি।

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়