ঢাকা     রোববার   ২৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তারেক রহমান

নাগরিক সেবা সহজ করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩২, ২৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৬:৩১, ২৫ জানুয়ারি ২০২৬
নাগরিক সেবা সহজ করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা নিশ্চিত করতে হবে

চট্টগ্রামে একটি অনুষ্ঠানে তরুণদের সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‍‍“নাগরিক সেবাকে সহজ করতে হলে আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থা, জবাবদিহিতা এবং স্বচ্ছ প্রশাসনিক প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। একইসঙ্গে জনগণের ভোগান্তি কমিয়ে সেবা গ্রহণকে আরো সাশ্রয়ী ও কার্যকর করতে হবে।”

রবিবার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম বিভাগের তরুণদের অংশগ্রহণে আয়োজিত “The Plan, Youth Policy Talk with Tarique Rahman” শীর্ষক আয়োজনে তিনি এসব কথা বলেন। 

আরো পড়ুন:

চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত এই ইউথ পলিসি টকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। প্রশ্নোত্তর পর্বে এনআইডি, সেবার ডিজিটালাইজেশন, তথ্যভিত্তিক সেবা প্রদান এবং নাগরিক অধিকার নিয়ে শিক্ষার্থীদের কৌতূহলের জবাব দেন তারেক রহমান।

আয়োজনে তরুণদের ভবিষ্যৎ পরিকল্পনা, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ‘দ্য প্ল্যান’ নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী তরুণদের উদ্দেশে তারেক রহমান বলেন, “আগামী দিনের বাংলাদেশ গড়তে তরুণদেরই সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে।”

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়