ঢাকা     রোববার   ২৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেশ গড়তে গণতন্ত্রের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে: তারেক 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৭, ২৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:১০, ২৫ জানুয়ারি ২০২৬
দেশ গড়তে গণতন্ত্রের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে: তারেক 

চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে বিশাল নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান।

দেশ গড়তে গণতন্ত্রের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘‘পাহাড়ের মানুষ হোক বা সমতলের মানুষ, ইসলাম ধর্মের মানুষ হোক বা অন্য ধর্মের মানুষ, সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি। দেশের ভবিষ্যৎ গড়তে গণতন্ত্রের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।’’

আজ রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠের নির্বাচনি সমাবেশে তিনি এ কথা বলেন। ২০ বছর পর চট্টগ্রামের কোনো রাজনৈতিক সমাবেশে যোগ দিলেন তারেক রহমান।

আরো পড়ুন:

তারেক রহমান বলেন, ‘‘চট্টগ্রাম এমন জনপদ যেখানে সমতল ও পাহাড়ের মানুষ একসঙ্গে বসবাস করে। আন্দোলন কিংবা স্বাধীনতা যুদ্ধের সময় মানুষকে সমতল-পাহাড় বা ধর্মের ভিত্তিতে ভাগ করা হয়নি।’’

সমাবেশে তিনি গণতন্ত্র ও বাকস্বাধীনতার পক্ষে থাকা সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান। তারেক রহমান বলেন, ‘‘বিএনপি নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে দেশের খেটে খাওয়া মানুষের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করবে।’’ 

তিনি বলেন, “গড়ব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ— এই লক্ষ্য সামনে রেখে বিএনপি এগোতে চায়।’’  

তারেক রহমান অভিযোগ করেন, বিগত বছরগুলোতে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। একই ধরনের ষড়যন্ত্র আবারো শুরু হয়েছে বলে দাবি করে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। ভোটের অধিকার, কথা বলার অধিকার ও বেঁচে থাকার অধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে, সে বিষয়ে সজাগ থাকার কথা বলেন তিনি।

আগামী ১২ তারিখের নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান ভোটারদের ভোরে ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘‘ভোটের দিন সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।’’

ঢাকা/রেজাউল/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়