ঢাকা     রোববার   ২৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দড়ি ছাড়াই ১০১ তলা ভবনের চূড়ায় মার্কিন পর্বতারোহী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ২৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:১১, ২৫ জানুয়ারি ২০২৬
দড়ি ছাড়াই ১০১ তলা ভবনের চূড়ায় মার্কিন পর্বতারোহী

দড়ি বা নিরাপত্তা জাল ছাড়াই তাইওয়ানের রাজধানীতে তাইপেই-এর ১০১ তলা ভবনের চূড়ায় আরোহণ করেছেন মার্কিন পর্বতারোহী অ্যালেক্স হনল্ড। রবিবার বিশ্বের সবচেয়ে উঁচু ভবনগুলোর মধ্যে একটিতে আরোহণ করার সময় অ্যালেক্সের হাজার হাজার ভক্ত উল্লাস প্রকাশ করেন।

তাইওয়ানের সবচেয়ে উঁচু ভবনের চূড়ায় পৌঁছাতে অ্যালেক্সের সময় লেগেছে ৯১ মিনিট। 

অভিযানের পরে সাংবাদিকদের তিনি বলেন, “তাইপেই দেখার কী সুন্দর উপায়!”

৫০৮ মিটার উচ্চতার তাইপেই ১০১ ভবনটি শহরের আকাশরেখায় আধিপত্য বিস্তার করে এবং একটি প্রধান পর্যটন আকর্ষণ। এটি ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল। বর্তমানে দুবাইয়ের বুর্জ খলিফা সর্বোচ্চ ভবনটির স্থান দখল করেছে।

নগর সরকারের পূর্ণ সহায়তা এবং অনুমতি নিয়ে এবং কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়াই তাইপেই ১০১ ভবনে আরোহণটি সম্পন্ন হয়েছিল।

অ্যালেক্স জানান, তিনি একবার অনুমতি ছাড়াই কাঠামোটিতে আরোহণের কথা ভেবেছিলেন।

তিনি বলেন, “কিন্তু তারপর ভবনটির প্রতি শ্রদ্ধা এবং যারা আমাকে এটি দেখার অনুমতি দিয়েছিলেন, তাদের সবার প্রতি শ্রদ্ধার কারণে, আমি বলেছিলাম, অবশ্যই আমি এটি শিকার করব না, আমি লোকদের সম্মান করব এবং দেখব এটি কখনো অনুমতি আসে কিনা।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়