ঢাকা     রোববার   ২৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ‘মহুয়া এক্সপ্রেস’

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ২৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৬:৩৩, ২৫ জানুয়ারি ২০২৬
অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ‘মহুয়া এক্সপ্রেস’

গাজীপুরের শ্রীপুরে যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে ‘মহুয়া এক্সপ্রেস’ ট্রেন। এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও ট্রেন চলাচলে সময়সূচির বিপর্যয় ঘটেছে।

রবিবার (২৫ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ‘মহুয়া এক্সপ্রেস’ শ্রীপুর ও ইজ্জতপুর স্টেশনের মাঝামাঝি বিন্দুবাড়ি এলাকায় পৌঁছালে একটি চাকার স্প্রিং খুলে যায়। পরিস্থিতি বুঝতে পেরে চালক ট্রেনটি থামিয়ে দেন।

আরো পড়ুন:

রেল কর্মকর্তারা জানান, ঘটনাস্থলে থাকা কর্মীরা খুলে যাওয়া যন্ত্রাংশ উদ্ধার করে অস্থায়ীভাবে মেরামতের ব্যবস্থা নেন। প্রায় দেড় ঘণ্টা পর ট্রেনটি শ্রীপুর স্টেশনে নিয়ে যাওয়া হয়। এর ফলে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেসসহ তিনটি ট্রেন নির্ধারিত সময়সূচিতে চলাচল করতে পারেনি।

শ্রীপুর রেলস্টেশনের মাস্টার শামীম রহমান বলেন, যান্ত্রিক ত্রুটির কবলে পড়া মহুয়া এক্সপ্রেসের কারণে কয়েকটি ট্রেনের সময়সূচির বিপর্যয় ঘটেছে। বর্তমানে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকা/রফিক/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়